Connect with us
ক্রিকেট

বাংলাদেশকে বাদ দিয়ে শ্রীলঙ্কাকে আতিথেয়তা দিবে ভারত

India vs Sri Lanka
ভারত বনাম শ্রীলঙ্কা। ছবি: সংগৃহীত

এ বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সিরিজ। ভারত সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা নিগার সুলতানা জ্যোতির দলের। কিন্তু নির্দিষ্ট কোনো কারণ না জানিয়েই সেই সিরিজ স্থগিত করেছে ভারত। বাংলাদেশের বিপক্ষে সিরিজের সেই সময়টাতেই শ্রীলঙ্কার আতিথেয়তা জানানোর ঘোষণা দিল তারা।

আগামী ২১ ডিসেম্বর থেকে শ্রীলঙ্কাকে স্বাগত জানাচ্ছে ভারতীয় নারী ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজে মুখোমুখি হবে দু’দল।

২১ ডিসেম্বর সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশাখাপত্তনমে, দ্বিতীয় ম্যাচে ২৩ ডিসেম্বর একই ভেন্যুতে মুখোমুখি হবে দু’দল। এরপর ২৬, ২৮ ও ৩০ ডিসেম্বর তিরুবনন্তপুরমে সিরিজের বাকী তিন ম্যাচে মুখোমুখি হবে তারা।



ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ দিয়ে প্রথম মাঠে নামছে হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় নারী দল। ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে ২০ ওভারের ম্যাচ খেলবে তারা।

আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুই দলের জন্যই সিরিজটি টুর্নামেন্টের আগে গুরুত্বপূর্ণ ম্যাচ প্রস্তুতি হিসেবে কাজ করবে। এই সময়টাতেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ স্থগিত হওয়ায় তৈরি হওয়া ফাঁকা জায়গায় শ্রীলঙ্কা সিরিজটি আয়োজন করা হচ্ছে।

এছাড়াও এ বছরের আগস্টে বাংলাদেশ-ভারত ছেলেদের দ্বিপক্ষীয় সিরিজ হওয়ার কথা থাকলেও সেটিও স্থগিত করে ভারত। সিরিজ স্থগিতের জন্য মূখ্য কোনো কারণ দেখায়নি তারা।

ধারণা করা হচ্ছে, দুই দেশের রাজনৈতিক সম্পর্কে শীতলতার জন্যই বাংলাদেশের বিপক্ষে সিরিজগুলো স্থগিত করেছে ভারত। গত নারী ওয়ানডে বিশ্বকাপে টসের সময় হাত মেলাননি হারমনপ্রীত কৌর ও নিগার সুলতানা জ্যোতি।

ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট