
আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ-২০২৫। ইংল্যান্ড সফর শেষে এক মাসের বিশ্রামে থাকছে ভারতীয় ক্রিকেট দল। তবে টুর্নামেন্ট শুরুর আগে বড় ধাক্কা খেতে চলেছে টিম ইন্ডিয়া। চোটের কারণে এশিয়া কাপে না-ও দেখা যেতে পারে দলের নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্তকে।
গত ২৩ জুলাই, ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হওয়া চতুর্থ টেস্টে ইংলিশ পেসার ক্রিস ওকসের একটি বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে আঙুলে চোট পান পন্ত। ওই ম্যাচে তিনি উইকেটকিপিং করতে পারেননি এবং পরে ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত পঞ্চম টেস্ট থেকেও ছিটকে যান।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, পন্ত এর আঙুলে চিড় ধরা পড়েছে। যদিও অস্ত্রোপচারের প্রয়োজন নেই, তবে চিকিৎসকেরা তাকে অন্তত ছয় সপ্তাহের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এর ফলে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলমান এশিয়া কাপ ২০২৫-এ অংশ নেওয়ার সম্ভাবনা কার্যত শেষ। একই সঙ্গে অক্টোবরের ২ থেকে ১৪ তারিখ পর্যন্ত আহমেদাবাদ ও দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দুই টেস্টেও তার খেলা অনিশ্চিত।
যদিও সাদা বলের ক্রিকেটে বর্তমানে পন্ত ভারতের প্রথম পছন্দের উইকেটকিপার নন, তবে টেস্ট ক্রিকেটে তার আগ্রাসী ব্যাটিং এবং অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে চার ম্যাচে দুটি সেঞ্চুরি ও তিনটি অর্ধশতকে ৪৭৯ রান করে তিনি নিজের ফর্মের জানান দিয়েছেন। তাই তার অনুপস্থিতি ভারতীয় দলের জন্য বড় ধাক্কা হতে পারে।
ক্রিফোস্পোর্টস/৭আগস্ট২৫/এনজি
