Connect with us
ক্রিকেট

শুবমানের নেতৃত্বে প্রথম ওয়ানডেতে ভারতের বড় হার

India suffer a heavy defeat in the first ODI under Shubman’s captaincy.
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করেছে ভারত। ছবি- গেটি

তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলতে অস্ট্রেলিয়া সফর করেছে ভারত। আজ (রোববার) থেকে মাঠে গড়িয়েছে ওয়ানডে সিরিজ। শুবমান গিলের নেতৃত্বে প্রথম ওয়ানডে খেলতে নেমে বড় ব্যবধানে হেরেছে ভারত।

অস্ট্রেলিয়া সফরের আগে রোহিত শর্মাকে নেতৃত্বে থেকে সরিয়ে শুবমানকে দায়িত্ব দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টেস্টের পর ওয়ানডে দলের দায়িত্ব পেয়ে শুরুটা প্রত্যাশিত হলো না এই তারকা ব্যাটাররের। আজ রোববার (১৯ অক্টোবর) সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ৭ উইকেটে হেরেছে টিম ইন্ডিয়া।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে ভারত। জবাবে খেলতে নেমে ২১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।



এদিন ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি ভারত। পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারায় সফরকারীরা। দলের ১৩ রানে বিদায় নেন রোহিত শর্মা। ১৪ বলে ৮ রানের বেশি করতে পারেননি এই ওপেনার। তিনে নেমে সুবিধা করতে পারেননি বিরাট কোহলি। দলের ২১ রানে বিদায় নেন এই ব্যাটার। ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি কোহলি।

এর কিছুক্ষণ পরেই রোহিত কোহলিদের দেখানো পথে হাটেন গিল। দলের ২৫ রানে বিদায় নেন এই ওপেনার। ওয়ানডে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে ১৮ বলে ১০ রান করেন এই তারকা। কিছুক্ষণ পরে নবম ওভারেই শুরু হয় বৃষ্টি। অনেক্ষণ বৃষ্টির পর ম্যাচ শুরু হলে এক ওভার কমে ৪৯ ওভারে গড়ায় খেলায়। ইনিংসের ১২তম ওভারে ফের শুরু হয় বৃষ্টি। এবার আরও ১৪ ওভারে কমে খেলা গড়ায় ৩৫ ওভারে।

বৃষ্টির পর খেলা শুরু হতেই ফের উইকেট হারায় ভারত। ইনিংসের ১৪তম ওভারে ফিরে যান শ্রেয়াস আইয়ার। তার ব্যাটে আসে ২৪ বলে ১১ রান। এরপর আরও একাধিকবার বৃষ্টি বাধা দিলে শেষ খেলা হয় ২৬ ওভারের। পরবর্তীতে অক্ষর প্যাটেলের ৩১, লোকেশ রাহুলের ৩৮ এবং শেষদিকে নিতীশ কুমার রেড্ডির ১১ বলে ১৯ রানের ক্যামিওতে ১৩৬ রান তুলতে সক্ষম হয় ভারত।

অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট শিকার করেন জশ হ্যাজেলউড, মিচেল ওউন এবং ম্যাথিউ কুহনেম্যান। এছাড়া একটি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও নাথাম এলিস।

জবাবে ব্যাট করতে নেমে হেসেখেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ বলে ৪৬ রান করে অপরাজিত ছিলেন মিচেল মার্শ। এছাড়া জশ ফিলিপ ২৯ বলে ৩৭ এবং ম্যাট রেনশ্ব ২৪ বলে ২১ রান করেন। ভারতের পক্ষে একটি করে উইকেট নেন আর্শদীপ, অক্ষর ও ওয়াসিংটন।

ক্রিফোস্পোর্টস/১৯অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট