Connect with us
ক্রিকেট

প্রথম টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের ১৭৬ রানের লক্ষ্য দিল ভারত

India's batting
গিল আউট হলেও দুর্দান্ত ফিফটি হাঁকান পান্ডিয়া। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় আফ্রিকা। শুরুতে নিয়ন্ত্রিত বোলিং করলেও শেষদিকে পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৭৫ রানে। ফলে ১৭৬ রানের লক্ষ্যে জয়ের উদ্দেশ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবে আফ্রিকা।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৭৫। শুরুতেই দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারত। তারপর পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন অভিষেক শর্মা ও তিলক ভার্মা। কিন্তু আগ্রাসী ব্যাট করা অভিষেক এদিন ইনিংস বড় করতে পারেনি। আউট হবার আগে করেন ১২ বলে ১৭ রান। অন্যদিকে তিলকের ধীর গতির ব্যাটিংয়ের জন্য ভারতের দলীয় রান কিছুটা থেমে যায়। আউট হবার আগে তিনি করেন ৩২ বলে ২৬ রান। তারপর উইকেটে থেকে থিতু হয়েও বড় স্কোর করার আগেই ২১ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন অক্ষর প্যাটেল। এরপর উইকেটে নেমে আগ্রাসী মেজাজে ব্যাট চালান হার্দিক পান্ডিয়া ও শিভাম দুবে। দুবে আউট হলেও ২৫ বলে নিজের অর্ধশতক তুলে নেন পান্ডিয়া। শেষ দিকে জিতেশ শর্মার সাথে ১৭ বলে ৩৮ রানের ঝড়ো পার্টনারশিপে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ১৭৫ রানে।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে এদিন বোলিং-এ উজ্জ্বল ছিলেন লুঙ্গি এনগিদি। ৪ ওভারে ৩১ রান খরচায় নেন ৩ উইকেট।এছাড়াও লুথো সিপামলাও শিকার করেন ২ উইকেট।



ভারতীয় একাদশ
অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল, বরুন চক্রবর্তী, অর্শদিপ সিং, জাসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক, এইডেন মার্করাম (অধিনায়ক), ত্রিস্টান স্টাবস, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ডোনাভান ফেরেইরা, মার্কো জানসেন, কেশভ মহারাজ, লুথু সিমপালা, অ্যানরিখ নরকিয়া, লুঙ্গি এনগিদি।

ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট