Connect with us
ক্রিকেট

এবার এশিয়া কাপ বৈঠকেও বাংলাদেশে আসতে চায় না ভারত

asia_cup_2023
এশিয়া কাপ ট্রিফি। ছবি: সংগৃহীত

সেপ্টেম্বরের এশিয়া কাপের সূচি চূড়ান্ত করতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) একটি বৈঠক বাংলাদেশে আয়োজন করা হয়েছে। তবে নিরাপত্তা শঙ্কায় বিসিসিআই কর্মকর্তারা এই বৈঠকে অংশ নিতে ঢাকায় আসতে রাজি নন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এসব তথ্য জানিয়েছে।

এর আগে একই অজুহাতে আগস্টে বাংলাদেশে নির্ধারিত সফর এক বছর পিছিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইসিসির পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা ছিল।

বিসিসিআই এসিসিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি সভার স্থান ঢাকা থেকে সরানো না হয়, তাহলে তারা এশিয়া কাপেই অংশ নেবে না। বাংলাদেশ থেকে বৈঠক সরানোর কারণ হিসেবে বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন:

» টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

» এজবাস্টনে সাফল্যের পর এবার লর্ডসে বাংলাদেশি আম্পায়ার

আনন্দবাজার পত্রিকাকে বিসিসিআই-এর একটি সূত্র জানিয়েছে, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক অবস্থার কথা মাথায় রেখে সেখানে আমাদের যাওয়া ঠিক হবে না। আমরা সভার স্থান বদলাতে এরইমধ্যে এসিসি-কে জানিয়ে দিয়েছি।’

এবারের টি-২০ ফরম্যাটের এশিয়া কাপের আয়োজক ভারত। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে পাকিস্তান ভারত সফরে যেতে রাজি না হওয়ায় টুর্নামেন্টটি নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়া হতে পারে। শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরাত সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচিত হলেও, বিসিসিআই সংযুক্ত আরব আমিরাতকেই পছন্দের ভেন্যু হিসেবে দেখছে। ৫ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরুর পরিকল্পনা হাতে নিয়েছে বিসিসিআই, তবে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের সরকারের দিকনির্দেশনার ওপর নির্ভর করছে।

ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট