Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজের আগে সুখবর পেল ভারত

Shubhman Gill
টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরছেন শুবমান গিল। ছবি- গেটি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আজ (শনিবার) মাঠে নেমেছে ভারত। ওয়ানডে শেষে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। সংক্ষিপ্ত এই সংস্করণে পাঁচবার মুখোমুখি হবে দুই দল। আসন্ন সিরিজের আগে সুখবর পেল টিম ইন্ডিয়া। 

টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরছেন তারকা ব্যাটার শুবমান গিল। ইনজুরির কারণে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি তিনি। কবে নাগাদ মাঠে ফিরবেন সেটা নিয়ে ছিল শঙ্কা। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের আশা ছিল টি-টোয়েন্টি সিরিজ দিয়েই মাঠে ফিরতে পারবেন তিনি। তাই শুবমানকে রেখেই স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই।

সব ঠিক থাকলে প্রথম টি-টোয়েন্টি দিয়েই বাইশ গজে ফিরতে পারবেন শুবমান। সেন্টার ফর এক্সিলেন্সে রিটার্ন টু প্লে (আরটিপি) প্রোটোকল অনুযায়ী রিহ্যাবের সকল ধাপ এবং খেলায় ফেরার জন্য যেসব মানদণ্ড প্রয়োজন, সব সফলভাবে সম্পন্ন করেছেন তিনি। তাই তাকে খেলার অনুমতি দিয়েছে তারা।



India receive good news ahead of the T20 series.

কলকাতা টেস্টে ঘাড়ের ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন গিল। ছবি- গেটি

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতা টেস্টের দ্বিতীয় দিনে ঘাড়ের ইনজুরিতে পড়েন গিল। ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি তিনি। কলকাতা টেস্টে তার শূন্যতা পূরণ করতে পারেনি ভারত। ম্যাচটি ৩০ রানে হেরে যায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয় টেস্টও মিস করেন এই তারকা। একইসঙ্গে ওয়ানডে সিরিজেও তাকে পায়নি টিম ইন্ডিয়া।

গত অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ভারতের ওয়ানডে দলের নেতৃত্ব পান শুবমান। তবে ইনজুরির কারণে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেওয়া হয়নি তার। শুবমানের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল। সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা বিরাজ করছে।

আগামী ৯ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পাঁচটি ম্যাচ যথাক্রমে ৯, ১১, ১৪, ১৭ ও ১৯ ডিসেম্বর মাঠে গড়াবে।

ক্রিফোস্পোর্টস/৬ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট