নারী বিশ্বকাপে উড়তে থাকা অস্ট্রেলিয়াকে মাটিতে নামালো ভারত। লিগ পর্বে অপরাজিত থাকা দলটির জয়রথ থামলো অবশেষে, সেটাও নকআউটের ম্যাচে। সেমিফাইনালের রোমাঞ্চকর ম্যাচে ক্যাচ মিসের মাশুল দিয়ে বিদায় নিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নারী বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। নারী বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে ভারত।
মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩৩৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে জেমিমা রদ্রিগেজের অনবদ্য সেঞ্চুরি ও হারমানপ্রীত করের দুর্দান্ত ইনিংসে ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
এদিন সেমিফাইনালের মঞ্চে বড় টার্গেট ডিফেন্ড করতে নেমে শুরুটা ভালোই করেছিল অস্ট্রেলিয়া। পাওয়ারপ্লেতেই স্বাগতিক ভারতের ২ উইকেট তুলে নেয় তারা। ওপেনার শেফালি ভর্মা ৫ বলে ১০ এবং দুর্দান্ত ছন্দে থাকা আরেক ওপেনার স্মৃতি মান্ধানা ২৪ বলে ২৪ রান করে বিদায় নেন।
দুই ওপেনারকে হারানোর পর জেমিমা ও হারমানের ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। তৃতীয় উইকেট দারুণ এক জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তারা। তবে ইনিংসের ৩৩তম ওভারে জেমিমাকে শতরানের আগে ফেরানোর সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। তবে অ্যালানা কিংয়ের তৃতীয় বলে শর্ট মিড উইকেটে জেমিমার সহজ ক্যাচ মিস করেন উইকেটরক্ষক অ্যালিশা হিলি।
তবে ৩৬তম ওভারেই জুটি ভাঙতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। হারমানপ্রীতকে আউট করে ১৬৭ রানের জুটিতে ইতি টানেন অ্যানাবেল সাদারল্যান্ড। তবে তখনও মাঠে ছিলেন জেমিমা। সেঞ্চুরির পর ৪৪তম ওভারে ফের জেমিমার ক্যাচ মিস করে তাহিলা ম্যাকগার্থ। দ্বিতীয় সুযোগ হাতছাড়ার পর আর জেমিমাকে আউট করতে পারেননি অজি বোলাররা।

১৬৭ রানের জয়সূচক জুটি গড়েন জেমিমা ও হারমানপ্রীত। ছবি- বিসিসিআই
শেষ পর্যন্ত আমানজত করকে নিয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন জেমিমা। দলকে ফাইনালে তোলার ম্যাচে ১৩৪ বলে ১৪ চারের মারে ১২৭ রানের অনবদ্য ইনিংস খেলেন জেমিমা। হারমানপ্রীতের ব্যাট থেকে আসে ৮৮ বলে ৮৯ রান। ভারতীয় অধিনায়কের ইনিংসে ১০টি চার ও ২টি ছক্কার মার ছিল। এছাড়া দীপ্তি শর্মা ২৪, রিচা ঘোষ ২৭ এবং আমানজত ১৫ রানে অপরাজিত ছিলেন।
অস্ট্রেলিয়ার পক্ষে ২টি করে উইকেট নেন কিম গার্থ ও অ্যানাবেল সাদারল্যান্ড। এর আগে ব্যাটিংয়ে সর্বোচ্চ ৯৩ বলে ১১৯ রানের ইনিংস খেলেন ফোবি লিচফিল্ড। দ্বিতীয় সর্বোচ্চ ৮৮ বলে ৭৭ রান আসে এলিস পেরির ব্যাট থেকে। এছাড়া অ্যাশলে গার্ডনার ৬৩ এবং বেথ মুনি ২৪ রান করেন।
ভারতের পক্ষে ২টি করে উইকেট নেন দীপ্তি শর্মা ও নাল্লাপুরেড্ডি ছারানি। এছাড়া একটি করে উইকেট নেন রাধা যাদব, কান্তি গৌদ ও আমানজত কর।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া নারী দল : ৩৩৮/১০ (৪৯.৫ ওভার)
ভারত নারী দল : ৩৪১/৫ (৪৮.৩ ওভার)
ফলাফল : ভারত নারী দল ৫ উইকেটে জয়ী
এর আগে প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। আগামী ২ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।
ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর২৫/বিটি