Connect with us
ক্রিকেট

ভারত-পাকিস্তান এখন বাংলাদেশকে নিয়ে সতর্ক থাকবে : কার্তিক

Murali Kartik talk about Bangladesh team
বাংলাদেশ দল নিয়ে কথা বললেন মুরালি কার্তিক। ছবি- সংগৃহীত

বড় আসরে দীর্ঘদিন যাবত শোনা যাচ্ছিল না বাঘের গর্জন। প্রতিপক্ষ দলগুলোও বিভিন্ন সময় নিচু দেখাচ্ছিলো বাংলাদেশ দলকে। চলতি এশিয়া কাপের মাঝেও আফগানিস্তান কোচ কিছুটা বিদ্রুপের সুরে রসিকতা করেছিলেন টাইগারদের নিয়ে। তবে শ্রীলঙ্কাকে যেভাবে হারিয়েছে বাংলাদেশ, তাদের এখন ভিন্ন দৃষ্টিতে দেখবে বাকি দলগুলো— এমনটাই মনে করছেন ভারতীয় ধারাভাষ্যকার মুরালি কার্তিক।

গতকাল এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার দেয়া ১৬৯ রানের চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করে টাইগাররা জয় তুলে নিয়েছে ৪ উইকেটের। কঠিন ম্যাচে যেভাবে দৃঢ় মানসিকতা নিয়ে খেলে জয়ের হাসি হেসেছে বাংলাদেশ, তা নজর কেড়েছে সকলের। খেলা শেষে ক্রিকবাজের এক অনুষ্ঠানে সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার মুরালি কার্তিকের কণ্ঠে শোনা যায় টাইগারদের প্রশংসা।’

তিনি উল্লেখ করেন সুপার ফোরের বাকি দুই দল ভারত ও পাকিস্তান ভিন্ন দৃষ্টিতে দেখবে বাংলাদেশকে, ‘ভারত সবসময়ই ভালো নজরে দেখে। কারণ তারা জানে বাংলাদেশ একটা ডেঞ্জারাস সাইড; আর খুবই টেলেন্টেড সাইড। আর আমার মনে হয় পাকিস্তানও এমন দৃষ্টিতেই দেখবে। কেননা সুপার ফোরে উঠে আসে টুর্নামেন্টের টপ দল গুলো। আর সেখানে এখন পর্যন্ত আসরে অপরাজেয় থাকা দল শ্রীলঙ্কাকে সহজেই হারিয়েছে বাংলাদেশ। তাই বাকি দলগুলো তাদের নিয়ে সতর্ক থাকবে।’



এমন জয়ের দিনে বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাসের কথা তুলে ধরে কার্তিক বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা আপনার নিবেদিত ভক্ত সমর্থক আছে, যারা সবসময় আপনার সমর্থন করে, যাই হোক না কেন, মনে যতই কষ্ট পাক না কেন, যারা সর্বদা বলে আমরা তোমাদের সাথে আছি— এমন সমর্থকরা অবশ্যই খুশি হবে আজ। আগের ম্যাচে যে শ্রীলঙ্কার কাছে সহজে হেরেছিল, তাদের আজ এভাবে হারানোতে অবশ্যই সমর্থকদের মন ভালো হয়ে গেছে।’

উল্লেখ্য, সুপার ফোরের পরবর্তী দুই ম্যাচে আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর যথাক্রমে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। সেই দুই ম্যাচে অন্তত একটা জিততে পারলেও নেট রানরেটের হিসেব মিলিয়ে ফাইনালে ওঠার সুযোগ থাকবে লিটনদের সামনে। এদিকে বাংলাদেশের কাছে পরাজিত হয়ে নিজেদের শেষ দুই ম্যাচে কিছুটা চাপে থাকবে শ্রীলঙ্কা।

ক্রিফোস্পোর্টস/২১সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট