Connect with us
ক্রিকেট

এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে তিনবার, যদি…

এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ। ছবি- সংগৃহীত

২০২৫ সালের এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপড়েনের কারণে নিরপেক্ষ ভেন্যু হিসেবে আমিরাতকে বেছে নেওয়া হয়েছে। যদিও আয়োজক হিসেবে থাকছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ম্যাচগুলো হবে দুবাই ও আবুধাবির স্টেডিয়ামে।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ভার্চুয়ালি অংশ নেন বিসিসিআই-এর সহসভাপতি রাজীব শুক্লা।

২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় ২০২৫ সালের এশিয়া কাপও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ভারত ও পাকিস্তানকে রাখা হতে পারে একই গ্রুপে। ফলে দুই দলের মধ্যে গ্রুপ পর্ব ও সুপার সিক্সে অন্তত দুটি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। উভয় দল ফাইনালে উঠলে তৃতীয়বার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

সম্প্রতি কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়ে। এরপর কিছু গণমাধ্যম দাবি করে, ভারত হয়তো এশিয়া কাপে অংশ নেবে না। তবে বিসিসিআই এই গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।


আরও পড়ুন:

»১৪১ বছরের ক্রিকেট ইতিহাসে এই কীর্তি আর কারো নেই

»পাকিস্তান দলের সমালোচনা করে যা বললেন রমিজ রাজা


বোর্ডের সচিব দেবজিত শাইকিয়া জানান, আমাদের সহ-সভাপতি এসিসি সভায় অংশ নিয়েছেন। অফিসিয়াল ঘোষণা খুব শিগগিরই আসবে।

উল্লেখ্য, সর্বশেষ ভারত-পাকিস্তান দ্বৈরথ হয়েছিল দুবাইয়ে অনুষ্ঠিত একটি চ্যাম্পিয়নস ট্রফিতে, যেখানে ভারত খেলেছিল নিরপেক্ষ ভেন্যুতে।

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি ও আনুষ্ঠানিক ঘোষণা খুব দ্রুত প্রকাশ হবে বলে এসিসি সূত্রে জানানো হয়েছে। আর ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কেটে যাওয়ায় খুশি ক্রিকেটপ্রেমীরা।

ক্রিফোস্পোর্টস/২৫জুলাই২৫/এসএ/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট