Connect with us
ক্রিকেট

এশিয়া কাপের উদ্বোধনী দিনেই ভারত-পাকিস্তান ম্যাচ

ভারত বনাম পাকিস্তান নারী ক্রিকেট। ছবি- সংগৃহীত

আগামী ১৯ জুলাই থেকে শ্রীলঙ্কার মাটিতে শুরু হতে যাচ্ছে নারী এশিয়া কাপের এবারের আসর। টুর্নামেন্টের শুরুর দিনে মাঠে গড়াবে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। এদিন প্রথমে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। এরপরই রাতের ম্যাচে মুখোমুখি হবে প্রতিবেশী দুই চিরপ্রতিবন্ধী।

অবশ্য ভারত-পাকিস্তানের ম্যাচটি হওয়ার কথা ছিল ২১ জুলাই। তবে টুর্নামেন্টের সূচি পরিবর্তন হয়ে এই ম্যাচ খেলা হবে আসর শুরুর প্রথম দিনেই। এছাড়া আসরের প্রথম দিনে নেপালের বিপক্ষে পাকিস্তান এবং ভারতের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের মাঠে নামার কথা ছিল। ম্যাচ দুটি নতুন সূচি অনুযায়ী ২১ জুলাই অনুষ্ঠিত হবে। তাছাড়া বাকি সূচি আগের মতোই থাকছে।

শ্রীলঙ্কার ডাম্বুলায় আগামী জুলাইয়ের ১৯ তারিখ শুরু হয়ে ২৮ তারিখ পর্যন্ত চলবে এবারের এশিয়া কাপ। গেল আসরে সাত দল ছিল একটি মাত্র গ্রুপে। যেখানে প্রত্যেক দল মুখোমুখি হয়েছিল একে অপরের সঙ্গে। তবে এবার দুটি ভিন্ন গ্রুপে ভাগ হয়ে খেলবে আট দল।

গ্রুপ-এ তে ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। আর গ্রুপ-বি তে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে আছে বাংলাদেশ, মালয়েশিয়া ও থাইল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দাও খেলবে সেমিফাইনালে। ২৬ জুলাই দুই সেমিফাইনাল এবং ২৮ জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

আরও পড়ুন: বাংলাদেশের হারকে লজ্জাজনক বলছেন ডোনাল্ড

ক্রিফোস্পোর্টস/২৬জুন২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট