
নারী ওয়ানডে বিশ্বকাপে গতকাল (রোববার) ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। শ্রীলঙ্কার কলম্বােয় অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে ৮৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। এবার ম্যাচের টস নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
টসে ভারত জিতলেও জয়ী ঘোষণা করা হয় পাকিস্তানকে। স্কোরকার্ডে লেখা ছিলো টস জিতেছে পাকিস্তান। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ছেয়ে যাওয়া ভিডিওতে দেখা যায় আসলে টস জিতেছিলো ভারত।
ম্যাচ রেফারি শান্দ্রি রিৎজ এবং সঞ্চালক মেল জোনসের দ্বারা পরিচালিত টসে ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর মুদ্রা নিক্ষেপের সময় পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা ‘টেল’ বলেন। কিন্তু ম্যাচ রেফারি শান্দ্রি রিৎজ ভুল শুনে বলেন, ‘হেড ইজ দ্য কল’। অর্থাৎ ফাতিমা ‘হেড’ বলেছেন। মেল জোনসও ম্যাচ রেফারির কথায় সায় দেন। মুদ্রা মাটিতে পড়ার পর ম্যাচ রেফারি দেখে ঘোষণা করেন ‘ইটস আ হেড’।অর্থাৎ টসে হেড উঠেছে এবং পাকিস্তানকে টসজয়ী ঘোষণা করা হয়। যদিও ফাতিমা ‘টেল’ বলায় টসে আসলে জিতেছিল ভারত।
কিন্তু আশ্চর্যজনকভাবে দুই দলের অধিনায়কই বিষয়টি এড়িয়ে যান, কেউ প্রশ্ন তোলেননি। টসে জয়ী হয়ে পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়।
ম্যাচে আগে ব্যাট করে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৭ রান তুলেছিল ভারত। তাড়া করতে নেমে ৪৩ ওভারে ১৫৯ রানে অলআউট হয় পাকিস্তান। ম্যাচে ভারত জয়ী হওয়ায় বিষয়টি নিয়ে তেমন গুরুতর বিতর্ক তৈরি হয়নি। পাকিস্তান ম্যাচে জিতলে হয়তো বিষয়টি বড় বিতর্কে রূপ নিতো। তবে অনেকে এটিকে কোন ইচ্ছাকৃত ভুল নয় বরং মানবিক ভুল হিসেবে মূল্যায়ন করছেন।
ক্রিফোস্পোর্টস/৬অক্টোবর২৫/এআই
