Connect with us
ক্রিকেট

ভারত-পাকিস্তান ‘মহারণ’ আজ

India vs Pakistan
ভারত বনাম পাকিস্তান। ছবি: সংগৃহীত

এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই মহারণ। ভারত নাকি পাকিস্তান – কারা জিতবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মুকুট, সেটি দেখার জন্য মুখিয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব। 

ভারত পাকিস্তান ম্যাচ মানেই যেন আলাদা উত্তেজনা। মাঠে কিংবা মাঠের বাইরে চলে তর্ক-বিতর্ক আর কথার লড়াই। এশিয়া কাপে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ফলে প্রত্যাশিতভাবেই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২৮ হাজার আসনের টিকিট মুহূর্তেই শেষ হয়ে গেছে। আয়োজকরা নিশ্চিত করেছেন, ফাইনালের সকল টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।

সাধারণত কোনো টুর্নামেন্টের গ্রুপপর্বের ম্যাচ বৃষ্টি বা অন্যকোনো কারণে পরিত্যক্ত ঘোষণা করা হলে দুদলকে দিয়ে দেওয়া হয় ১ পয়েন্ট করে। কিন্তু ফাইনালের ক্ষেত্রে সাধারণত একদিন, আবার কখনো কখনো দুদিন রিজার্ভ ডে থাকে। এশিয়া কাপের জন্যও রিজার্ভ ডে রয়েছে একদিন।



আবার, গ্রুপপর্বের মতো ফাইনালও হতে পারে পরিত্যক্ত। সেক্ষেত্রে দুই ফাইনালিস্ট যৌথভাবে শিরোপা জেতে। এবারের এশিয়া কাপেও যদি কোনো কারণে রিজার্ভ ডেসহ ম্যাচ সম্পন্ন করা সম্ভব না হয় তাহলে যৌথভাবে দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। যদিও আবহাওয়া ভালো থাকায় ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। অর্থাৎ নিশ্চিতভাবেই যে কোনো একদলের হাতে উঠছে এশিয়া কাপের মুকুট।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, দুবাইয়ে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ম্যাচ চলাকালীন আশপাশের আর্দ্রতা থাকতে পারে ৬১ শতাংশ, তাপমাত্র প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মতো। অর্থাৎ, আজকেই ম্যাচ সম্পন্ন হয়ে যাবে এবং কার হাতে উঠবে ট্রফি সেটাও জানা যাবে।

ক্রিফোস্পোর্টস/২৮সেপ্টেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট