Connect with us
ক্রিকেট

ভারত-পাকিস্তান ফাইনাল : পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তান

India-Pakistan Final: Pakistan Ahead in the Stats
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। ছবি- সংগৃহীত

ভারত বনাম পাকিস্তান, এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই মানে বাড়তি উত্তেজনা। তাদের যেকোনো ম্যাচ মানেই টানটান লড়াইয়ের আভাস। তবে ফাইনালের মঞ্চে খুব সচরাচর দেখা যায়না এই দুই দলকে। এবারের এশিয়া কাপ দিয়ে দীর্ঘ ৮ বছর পর কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল।

পূর্বে বিভিন্ন ত্রিদেশীয়, চারদলীয় কিংবা অন্যান্য টুর্নামেন্টে একসঙ্গে অংশ নিতো ভারত-পাকিস্তান। কিন্তু অনেক বছর ধরেই এসিসি এবং আইসিসি টুর্নামেন্টের বাইরে একসঙ্গে খেলতে দেখা যায় না এই দুই দলকে। যে কারণে ফাইনালে মুখোমুখি হওয়ার সুযোগও কম।

সব ধরণের টুর্নামেন্ট মিলিয়ে এখন পর্যন্ত ১০ বার ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এর মধ্যে ৭টি ফাইনালই হয়েছে বিংশ শতাব্দিতে। আর বাকি ৩টি ফাইনাল হয়েছে চলমান একবিংশ শতাব্দিতে।



২০২৫ এশিয়া কাপ দিয়ে ১১তম ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। টুর্নামেন্টটির ৪১ বছরের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির পর ফের ফাইনালের মঞ্চে লড়তে যাচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।

ভারত ও পাকিস্তানের মধ্যকার ফাইনালের পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তান। ফাইনালে ১০ দেখায় ৭বারই শিরোপা ঘরে তুলেছে ম্যান ইন গ্রিনরা। বাকি ৩ বার জিতেছে ভারত।

১৯৮৫ সালে সাত দলের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দিয়ে প্রথমবার ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। মেলবোর্নে অনুষ্ঠিত সেই ফাইনালে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছিল ভারত। প্রথম ফাইনালে হারের পর দুর্দান্ত প্রত্যাবর্তন করে পাকিস্তান। পরের তিন ফাইনালে জিতে হ্যাটট্রিক করেছিল তারা।

১৯৮৬ সালে ছয় দল নিয়ে অনুষ্ঠিত অস্ট্রাল-এশিয়া কাপের ফাইনালে ভারতকে ১ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। এরপর ১৯৯১ সালে চার দলের উইলস ট্রফির ফাইনালে ভারতকে ৭২ রানে হারিয়েছিল পাকিস্তান। ১৯৯৪ সালে ফের অস্ট্রাল এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৩৯ রানে হারিয়েছিল ম্যান ইন গ্রিনরা।

১৯৯৮ সালে ঢাকায় অনুষ্ঠিত ইন্ডিপেনডেন্ট কাপে ফাইনাল খেলেছিল ভারত-পাকিস্তান। অবশেষে পঞ্চম ফাইনালে এসে দ্বিতীয়বার জয়ের দেখা পায় ভারত। ত্রিদেশীয় ওই টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছিল ভারত। এরপর ১৯৯৯ সালে বেঙ্গালুরুতে ত্রিদেশীয় পেপসি কাপে ভারতকে ১২৩ রানে এবং শারজাহতে কোকা কোলা কাপে ৮ উইকেটে জয় পেয়েছিল পাকিস্তান।

২০০৭ অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই ফাইনালে উঠেছিল ভারত-পাকিস্তান। জোহানেসবার্গের নাটকীয় সেই ফাইনালে শেষ পর্যন্ত ৫ রানে জিতেছিল ভারত। পরের বছর ঢাকায় ত্রিদেশীয় কিটলি কাপে ভারতকে ২৫ রানে হারায় পাকিস্তান। সবশেষ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনাল খেলেছিল ভারত-পাকিস্তান। দ্য ওভালে অনুষ্ঠিত সেই ফাইনালে ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান।

আগামীকাল (রোববার) এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট