Connect with us
ক্রিকেট

এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ভারত-পাকিস্তান ফাইনাল

India and Pakistan supporter
গ্যালারিতে ভারত ও পাকিস্তান সমর্থক।

এশিয়া কাপের সুপার ফোরে গতকাল রীতিমত অলিখিত সেমিফাইনাল খেলতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। যেখানে তারা দেখায় প্রায় ৬ বছর পর টুর্নামেন্টের ফাইনালে ওঠার আশা। তবে শেষ পর্যন্ত টাইগারদের হতাশ করে ১১ রানের জয় তুলে নেয় পাকিস্তান। আর এতেই এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবার হতে যাচ্ছে ভারত-পাকিস্তান ফাইনাল ম্যাচ।

চলছে এশিয়া কাপের ১৭তম আসর। তার মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ ৮ বার এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর ২ বার শিরোপা জিতেছে পাকিস্তান। এছাড়া ৩ বার ফাইনালে উঠেও তারা পরাজিত হয়েছিল শ্রীলঙ্কার কাছে। ভারতও লঙ্কানদের কাছে ৩ বার পরাজিত হয়েছে ফাইনালে। বাংলাদেশ ২০১২ সালে একবার ফাইনালে উঠে হেরেছিল পাকিস্তানের কাছে। এতকিছু হলেও কখনও আগে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়নি ভারত ও পাকিস্তান।

তাই এবার নতুন ইতিহাসের সামনে দাঁড়িয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। যেখানে ভারত থাকবে নিজেদের নবম শিরোপার আশায়; আর পাকিস্তান খুঁজবে তৃতীয় শিরোপার স্বাদ। এদিকে ইতোমধ্যে চলতি টুর্নামেন্টে দুই দফা মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। যেখানে গ্রুপ পর্ব ও সুপার ফোরের দুই ম্যাচেই পাকিস্তানকে পরাজিত করেছে ভারত। সেই প্রতিশোধের আশায় আজ থাকবে শাহীন শাহ আফ্রিদিরা।



গতকাল বৃহস্পতিবার রাতে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তান। তবে ইনিংসের দ্বিতীয় অংশে ঘুরে দাঁড়িয়ে ১৩৫ রানের লড়াই করার পুঁজি পায় দলটি। তুলনামূলক সহজ টার্গেটে ব্যাট করতে নেমেও ভক্তদের হতাশ করেছেন টাইগার ব্যাটাররা। শেষ পর্যন্ত ১১ রানে বাংলাদেশকে পরাজিত করে ফাইনালে উঠে গেছে পাকিস্তান।

আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) রাতেই সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ ফাইনাল। সুপার সানডের এই বিগ ক্ল্যাশের আগে আজ রাতে সুপার ফোরের শেষ নিয়ম রক্ষার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ভারত।

ক্রিফোস্পোর্টস/২৬সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট