আসন্ন ২০২৬ টি-২০ বিশ্বকাপের আয়োজক দেশ হচ্ছে ভারত। বিশ্বকাপকে কেন্দ্র করে অনেক আগে থেকেই প্রস্তুতি সেরে রাখছে ভারত। কিছুদিন আগে প্রকাশ পেয়েছে বিশ্বকাপের গ্রুপ তালিকা। আর আজ মুম্বাইয়ে আইসিসি অফিসিয়ালি সূচী প্রকাশ করবে, আর তার আগেই আলোচনার মূল কেন্দ্রবিন্দু ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। কবে-কোথায় হচ্ছে ম্যাচ?
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর তথ্যানুযায়ী, ভারত–পাকিস্তান ম্যাচ ঠিক হয়েছে ১৫ ফেব্রুয়ারি, ভেন্যু নির্ধারিত হয়েছে কলম্বো।
সম্প্রতি ২০২৫ এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল টানা তিন ম্যাচ। এশিয়া কাপের পর বিশ্বকাপে দুদলের এটাই হবে আনুষ্ঠানিক প্রতিযোগিতা। মূলত বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়া দুদলের তেমন ম্যাচ আয়োজিত হয়না, আবার এক দেশ আরেক দেশে গিয়েও ম্যাচ খেলে না। তাই বৈশ্বিক আসরে স্বাভাবিকভাবেই ভারত-পাকিস্তানের ম্যাচটিকে ঘিরে প্রত্যাশা থাকে অনেক।
এদিকে ২০২৬ টি-২০ বিশ্বকাপ হবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। আয়োজনে ভারত ও শ্রীলঙ্কা যৌথ আয়োজক, আর পাকিস্তানের সব ম্যাচ নির্ধারিত হয়েছে কলম্বো বা ক্যান্ডিতে। আগের মতোই ২০ দল পাঁচ গ্রুপে ভাগ হয়ে লড়বে, প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল যাবে সুপার এইটে। সেখানে আবার দুটি গ্রুপ হবে, সেখান থেকে চার দল যাবে সেমিফাইনালে, তারপর নির্ধারণ করা হবে ফাইনাল।
এদিকে বাংলাদেশ পড়েছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নসহ কঠিন গ্রুপে। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং নতুন মুখ ইতালি। এই পাঁচ দলের লড়াই থেকে সুপার এইটে যাওয়া যে কঠিন হবে, তা অনেকটাই পরিষ্কার।
ভারতের সুপার এইট ম্যাচগুলোর ভেন্যু রাখা হয়েছে আহমেদাবাদ, চেন্নাই ও কলকাতা। সেমিফাইনাল দুটি হবে মুম্বাই এবং কলম্বো/কলকাতায়। ফাইনাল নির্ধারিত আহমেদাবাদে, তবে পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচ হবে কলম্বোতে।
এবারের বিশ্বকাপ খেলবে মোট ২০ দল: ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৫/টিএ