Connect with us
ক্রিকেট

এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ আজ

india vs pakistan
ভারত বনাম পাকিস্তান। ছবি- সংগৃহীত

ভারত পাকিস্তান ম্যাচ মানেই যেন বাড়তি উত্তেজনা। সূচনালগ্ন থেকেই দ্বৈরথ চলছে এই দুই দলের। এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান, হেরেছে ৭ উইকেটে। এবার সুপার ফোরে আবার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রাত সাড়ে আটটায় শুরু হবে এ লড়াই।

গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের ব্যাটিং ধস নামিয়েছিল ভারতীয় বোলাররা, বাবর-রিজওয়ান বিহীন পাকিস্তানকে মাত্র ১২৭ রানে গুটিয়ে দিয়েছিল।

জবাবে ওপেনার অভিষেক শর্মার ঝোড়ো ইনিংসে সহজেই জয় তুলে নেয় ভারত। ম্যাচে ৩ উইকেট নিয়ে একাই পাক শিবিরে ব্যাটিং ধস নামিয়ে ছিলেন কুলদীপ যাদব।



সুপার ফোরে পাকিস্তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। আগের ম্যাচের হারের শোধ তুলতে মরিয়া পাকিস্তান। লড়াইয়ের আমেজ পাওয়া যায় পাকিস্তানি ব্যাটার ফখর জামান এর বক্তব্যে। তিনি বলেছেন, “আমরা ভারতের কাছে হারের প্রতিশোধ নিতেই নামবো।

এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে এবারের এশিয়া কাপে তিনিই সর্বোচ্চ ৩ ইনিংসে ৯০ রান করেছেন। তার ওপর বড় প্রত্যাশা রয়েছে পাকিস্তানের। এছাড়াও উইকেট কিপার বেটার মোহাম্মদ হারিস করেছেন ৮৭ রান ও ব্যাটিং অলরাউন্ডার সাইম আয়ুব নিয়েছেন সর্বোচ্চ ৬ উইকেট। বল হাতে নৈপুণ্য দেখালেও এখন পর্যন্ত এশিয়া কাপের রান শূন্য সাইম, তার ব্যাটিং নিয়ে বড় প্রত্যাশা থাকলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ তিনি।

অন্যদিকে, গ্রুপ পর্বের টানা তিন জয় তুলে নিয়ে সুপার ফোরে আসা ভারত আছে দুর্দান্ত ছন্দে। দলের হয়ে অভিষেক শর্মা করেছেন সর্বোচ্চ ৯৯ রান, উইকেট শিকারির শীর্ষে থাকা কুলদীপ যাদব নিয়েছেন ৮ উইকেট। উইকেট রক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন জানিয়েছেন, গ্রুপ পর্বের পারফরমেন্স তারা সুপার ফোরেও ধরে রাখতে চায়।

এশিয়া কাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ে বেশ এগিয়ে ভারত। ২০ ম্যাচে ভারতের ১১ জয়ের বিপক্ষে পাকিস্তানের জয় মাত্র ৬ টিতে, অপর ৩ টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। টি-টোয়েন্টি ইতিহাসে মুখোমুখি লড়াইয়ে ভারতের ধারের কাছেও নেই পাকিস্তান। মুখোমুখি ১৪ লড়াইয়ে ভারতের ১০ জয়ের বিপক্ষে পাকিস্তানের জয় মাত্র ৩ টিতে, অন্যটি হয়েছিল টাই। পরিসংখ্যান সবসময় ভারতের পক্ষেই কথা বলে। কিন্তু পাক-ভারত ম্যাচ মানেই যেন উত্তেজনার পারদ থাকে শীর্ষে। তাই যেকোনো কিছুই ঘটতে পারে এই ম্যাচে।

ম্যাচে ভারতের চাওয়া জয়ের ধারাবাহিকতা বজায় রেখে ফাইনালের দিকে অগ্রসর হওয়া। অন্যদিকে, পাকিস্তানের লক্ষ্য আগের ম্যাচের প্রতিশোধ নিয়ে ফাইনালের দিকে এগিয়ে যাওয়া।

ভারতের সম্ভাব্য একাদশ

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর পটেল, জাসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ

সালমান আলী আগা (অধিনায়ক), সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), ফখর জামান, হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ।

ক্রিফোস্পোর্টস/২১সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট