হকি প্রো লিগে আসরের শুরুটা ভালোই করেছিল ভারত। তবে সর্বশেষ নিজেদের খেলা দুই ম্যাচে নেদারল্যান্ডস ও জার্মানির কাছে পরাজিত হয় এশিয়ার দেশটি। এবার আর্জেন্টিনার সঙ্গে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত হারের মুখ দেখতে হলো ভারতকে।
গতকাল রাতে নেদারল্যান্ডসের আমস্টেলভিনে ওয়াগেনার হকি স্টেডিয়ামে লাতিন আমেরিকার দল আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। যেখানে শেষ কোয়ার্টারে গোল হজম করে ৪-৩ গোলে পরাজিত হয় এশিয়ার দেশটি। এতে টুর্নামেন্টে টানা তৃতীয় ম্যাচে হারল ভারত।
এদিন আর্জেন্টিনার হয়ে ম্যাচের শুরুতেই প্রথম কোয়ার্টারের মাত্র ৩য় মিনিটে গোল করেন মাতিয়াস রে। তবে ১২তম মিনিটে ভারতকে সমতায় ফেরান হরমনপ্রীত সিংহ। এরপর দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই আর্জেন্টিনা ফের লিড নেয় লুকাস মার্তিনেজের গোলে। হরমনপ্রীতের দ্বিতীয় গোলে ভারত তা শোধ দেয় তৃতীয় কোয়ার্টারের শুরুতে।
আরও পড়ুন:
» ভুটানের লিগে ফের হ্যাটট্রিক করলেন দুই বাংলাদেশি ফুটবলার
» পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা জানালেন ফাহামিদুল
পরের মিনিটেই আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়া গোল করেন সান্তিয়াগো তারাজোনা। তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার আগেই ম্যাচের সমতায় ফেলে ভারত। এবার গোল করেন অভিষেক। এরপর চতুর্থ কোয়ার্টারের শুরুতে লুসিও মেন্ডেজের জয়সূচক গোল আসে আর্জেন্টিনার হয়ে। এবার আর সমতা ফেরাতে পারেনি ভারত।
আন্তর্জাতিক হকি ফেডারেশন কর্তৃক আয়োজিত এই বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিয়েছে ৯ দেশ। যেখানে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে দুটি করে মোট ১৬ টি। ম্যাচ খেলবে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা এই টুর্নামেন্টের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন।
এখন পর্যন্ত নিজেদের খেলা ১১ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় পঞ্চম স্থানে আছে আর্জেন্টিনা। আর ২৩ পয়েন্ট নিয়ে তালিকায় সবার উপরে রয়েছে স্বাগতিক নেদারল্যান্ডস।
ক্রিফোস্পোর্টস/১২জুন২৫/এফএএস
More in হকি
-
হকি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেলেন আমিরুল
যুব হকি বিশ্বকাপের ফাইনালে জার্মানির শিরোপা জয়ের দিনটায় আলাদা আলো কেড়ে নিলেন বাংলাদেশের আমিরুল।...
-
দেশের নাম সবার ওপরে উঠিয়ে গর্বিত আমিরুল ইসলাম
প্রথমবারের মতো হকিতে কোন আন্তর্জাতিক টাইটেল জিতেছে বাংলাদেশ। গতকাল হকি বিশ্বকাপের অবস্থান নির্ধারণী ফাইনালে...
-
আমিরুলের হ্যাটট্রিকে হকি বিশ্বকাপের ‘চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন’ বাংলাদেশ
যুব হকি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে আট দল। এই আট দলের মধ্যে...
-
হকি বিশ্বকাপে বাংলাদেশি আমিরুলের ধারে কাছেও নেই কেউ
প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। যেখানে হয়তো দলগতভাবে তেমন কোনও...
-
আমিরুলের হ্যাটট্রিকে শক্তিশালী কোরিয়াকে হারাল বাংলাদেশ
যুব হকি বিশ্বকাপে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিল বাংলাদেশ। আমিরুল ইসলামের দুর্দান্ত হ্যাটট্রিকে দক্ষিণ...
-
হকি বিশ্বকাপে গোলদাতাদের তালিকার শীর্ষে বাংলাদেশি আমিরুল
ইতোমধ্যে জুনিয়র হকি বিশ্বকাপ থেকে বিদায় ঘন্টা বেজে গেছে বাংলাদেশের। তবে টুর্নামেন্টের শুরু থেকে...
-
হকি বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথম জয় ছিনিয়ে নিল বাংলাদেশ
প্রথমবারের মতো হকি যুব বিশ্বকাপে জয়ের দেখা পেল বাংলাদেশ। ইতোমধ্যেই চলমান এই টুর্নামেন্ট থেকে...
-
৪৫০ কিলোমিটার পাড়ি দিয়ে ওমানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
যুব হকি বিশ্বকাপে গ্রুপ পর্বে টিকে থাকতে না পারায় বাংলাদেশ এখন খেলছে ১৭–২৪তম স্থান...