Connect with us
ফুটবল

অর্থসংকটে জাভিকে হারালো ভারত

জাভি হার্নান্দেজ। ছবি - গুগল

ভারতের জাতীয় ফুটবল দলের জন্য নতুন কোচ খুজছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। এর ধারাবাহিকতায় যারা আগ্রহী তাদের আবেদন করতে বলেছিল এআইএফএফ। এরপরেই অনেক আবেদন আসতে থাকে তাদের কাছে। তবে এতো আবেদনের মধ্যে একটি আবেদন বিস্মিত করেছে সকলকে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, এআইএফএফের কাছে কোচ হওয়ার জন্য যে আবেদন এসেছে এরমধ্যে রয়েছে স্পেনের কিংবদন্তি জাভি।

অবাক করার মতো বিষয় হলো, জাভি সরাসরি নিজের ইমেইল থেকে আবেদন পাঠিয়েছিলেন ভারতের জাতীয় দলের কোচ হওয়ার জন্য।

আরও পড়ুন:

ডি ভিলিয়ার্সের একাদশে নেই শচীন-লারা

ভুটানে মারিয়া-শামসুন্নাহারের গোল উৎসব, থিম্পুর ২৩-০ গোলের বিশাল জয়

এআইএফএফের জাতীয় দলের ডিরেক্টর সুভ্রতা পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা হয়েছিল। তবে তবে আবেদনটি শেষ পর্যন্ত বিবেচনায় আনা হয়নি শুধুমাত্র ব্যয়বহুল চুক্তির কারণে।

জাভি তার এক সাক্ষাতকারে বলেছিলেন, ভারতের ফুটবলে স্প্যানিশ অনেক কোচ যুক্ত থাকায় তিনি নিয়মিত ভারতের ফুটবল অনুসরণ করেন।

বার্সেলোনার লা মাসিয়া একাডেমির সেরা রত্নদের একজন ছিলেন জাভি। তিনি ৭৬৭ ম্যাচে ক্লাবটি প্রতিনিধিত্ব করেছেন।বার্সার হয়ে জিতেছেন অংসখ্য ট্রফি। ২০১৫ সালে তিনি কাতারের আল-সাদ ক্লাবে পাড়ি জমান, যেখানে খেলোয়াড় হিসেবে ও পরে কোচ হিসেবে সাফল্য পান।

২০১৯ সালে পেশাদার ক্যারিয়ার শেষে কোচিং শুরু করেন এবং বার্সেলোনার কোচ হিসেবে ২০২৩ সালে সুপারকোপা ও ২০২২-২৩ মৌসুমে লা লিগার শিরোপা জয় করেন।

এমন একজন ফুটবল ব্যক্তিত্বের উপস্থিতি ভারতের ফুটবলে এক নতুন দিগন্তের সূচনা করতে পারত। কিন্তু অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে তা হয়ে উঠল না।

ক্রিফোস্পোর্টস/ ২৫ জুলাই ২৫/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল