চলমান অস্ট্রেলিয়া সফরের তৃতীয় টি-টোয়েন্টিতে একাদশে পরিবর্তন এনেই সাফল্য পেল ভারত। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি সূর্যকুমার যাদবের দল। তবে তৃতীয় ম্যাচের একাদশে তিন পরিবর্তন এনেই জয় ফিরেছে সফরকারীরা।
আজ (রোববার) সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে ভারত। তাতে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা বিরাজ করছে।
হবার্টের বেল্লেরিভ ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেন টিম ডেভিড। ৩৮ বলে ৮ চার ও ৫ ছক্কায় ইনিংসটি সাজান এই মারকুটে ব্যাটার।
দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান আসে মার্কাস স্টয়নিসের ব্যাট থেকে। তার ৩৯ বলের ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কার মার ছিল। এছাড়া ম্যাথিউ শর্টের ব্যাটে আসে ১৫ বলে ২৬ রান। তবে ট্রাভিস হেড, মিচেল মার্শ কিংবা জশ ইংলিসরা ব্যাট হাতে রাঙাতে পারেননি।
ভারতের একাদশে আজ সুযোগ পেয়েই বল হাতে রাঙিয়েছেন আর্শদীপ সিং। ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন এই পেসার। এছাড়া বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২টি এবং শিবম দুবে ৩ ওভারে ৪৩ রান দিয়ে এক উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। আজকের একাদশে ব্যাটার হিসেবে সুযোগ পাওয়া ওয়াশিংটন সুন্দর ও জিতেশ শর্মা ব্যাট হাতে রাঙিয়েছেন। ষষ্ঠ উইকেটে তাদের ২৫ বলে ৪৩ রানের অপরাজিত জুটিতে সহজেই লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয় টিম ইন্ডিয়া।
ওয়াশিংটন ২৩ বলে ৩ চার ও ৪ ছক্কার মারে দলের সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। আর জিতেশ শর্মার ব্যাটে আসে ১৩ বলে ২২ রান। এছাড়া তিলাক ভর্মা ২৬ বলে ২৯, অভিষেক শর্মা ১৬ বলে ২৫, সূর্যকুমার যাদব ১১ বলে ২৪, অক্ষর প্যাটেল ১২ বলে ১৭ এবং শুবমান গিল ১২ বলে ১৫ রান করেন।
অস্ট্রেলিয়ার পক্ষে নাথান এলিস ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট নেন হ্যাভিয়ের বার্টলেট ও মার্কাস স্টয়নিস।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া : ১৮৬/৬ (২০ ওভার)
ভারত : ১৮৮/৫ (১৮.৩ ওভার)
ফলাফল : ভারত ৫ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/২নভেম্বর২৫/বিটি