
চলতি এশিয়া কাপে আজ শেষ হচ্ছে গ্রুপ পর্বের খেলা। শেষ ম্যাচে এ-গ্রুপ থেকে মাঠে নামছে ভারত ও ওমান। তবে ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। ইতোমধ্যেই নির্ধারিত হয়ে গেছে সুপার ফোরের চার দল। এ-গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান, আর বি-গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
গ্রুপ পর্ব শেষে সুপার ফোরের খেলার আগে কোনো বিরতি নেই। আগামীকাল শনিবার (২০ সেপ্টেম্বর) থেকেই শুরু হচ্ছে সুপার ফোরের ম্যাচগুলো। এই পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। এরপর শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে উঠবে। আগামীকাল শুরু হয়ে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সুপার ফোরের ম্যাচগুলো।
টুর্নামেন্টের সূচি বিশ্লেষণ করলে দেখা যায়, গ্রুপ পর্বের পর এবার সুপার ফোরেও কিছুটা বাড়তি সুবিধা পেতে যাচ্ছে ভারত। গ্রুপ পর্বে প্রথম ম্যাচ খেলার পর দ্বিতীয় ম্যাচের আগে ৩দিন এবং তৃতীয় ম্যাচের আগে ৪ দিনের বিরতি পেয়েছে তারা। যেখানে অন্যান্য দলগুলো এরচেয়ে কম বিরতি পেয়েছে।
এবার সুপার ফোরেও একই সুবিধা পাচ্ছে ভারত। গ্রুপ পর্বের পর সুপার ফোরেও ভারতের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। যে কারণে কোনো ভ্রমণঝক্কিও থাকছে না তাদের। তবুও প্রতিটি ম্যাচের আগে কমপক্ষে একদিন করে বিরতি পাচ্ছে তারা৷ একইসঙ্গে দুবাইয়ের উইকেটেও বাড়তি সুবিধা পাবে তারা।
২১ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার ফোর শুরু করবে ভারত। তাদের পরবর্তী ম্যাচ ২৪ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে। ফলে বাংলাদেশ ম্যাচের আগে দুই দিনের বিরতি পাচ্ছে তারা। একদিনের বিরতির পর ২৬ সেপ্টেম্বর তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে তারা।
অন্যদিকে বাংলাদেশ গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ খেলেছে আবুধাবিতে। এবার সুপার ফোরের ম্যাচগুলো হবে দুবাইয়ে। তবে বাংলাদেশের ভ্রমণঝক্কি না থাকলে, রয়েছে ব্যস্ত সূচি। ২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৪ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচের আগে তিনদিন বিরতি পেলেও শেষ ম্যাচের আগে কোনো বিরতি নেই। ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলতে হবে লিটনদের।
অন্যদিকে পাকিস্তান ও শ্রীলঙ্কার ভ্রমণঝক্কি রয়েছে। পাকিস্তান প্রথম ম্যাচ শেষে একদিন করে বিরতি পাবে। তবে ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি হবে আবুধাবিতে। এরপর আবার দুবাই ফিরে ২৫ সেপ্টেম্বর মাঠে নামবে তারা। অন্যদিকে শ্রীলঙ্কার ক্ষেত্রেও অনেকটা একই সূচি। তবে তারা তাদের শেষ ম্যাচটি খেলবে ২৬ সেপ্টেম্বর।
ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৫/বিটি
