Connect with us
ক্রিকেট

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত, একাদশে আছেন যারা

Bangladesh vs India
বাংলাদেশ-ভারত ম্যাচ। ছবি- ক্রিকইনফো

টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে কানপুরে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। মাঠ ভেজা থাকার করণে এদিন টস হতে হয়েছে বিলম্ব।

পরিবর্তিত সূচি অনুযায়ী বাংলাদেশ সময় সকাল ১১ টায় শুরু হবে এই ম্যাচ। দ্বিতীয় ম্যাচের জন্য একাদশে পরিবর্তন এনেছে টাইগাররা প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা। চমক দেখিয়ে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ভারত।

ভেজা মাঠের কারণে ম্যাচ শুরু হতে দেরি হওয়ায় গোটা দিনের সময়সূচি পরিবর্তন হয়েছে। এদিন প্রথম সেশন শেষে মধ্যাহ্ন বিরতিতে দল গুলো যাবে বেলা ১টায়। দ্বিতীয় সেশনের খেলা চলবে ১টা ৪০ থেকে ৩টা ৪০ পর্যন্ত। দিনের শেষ সেশন চলবে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।



কানপুর টেস্টের একাদশে আছেন যারা –

বাংলাদেশ একাদশ: জাকির হাসান, শাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

ভারত একাদশ: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), কেএল রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।

আরও পড়ুন: বাংলাদেশকে ‘সুখবর’ দিলেন বিরাট কোহলি

ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৪/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট