
এশিয়া কাপের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী নিয়ে বিতর্কের জেরে ভারতীয় দলের কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। ভারতীয় দলের সমালোচনা করে তিনি বলেন, ‘ভারত ক্রিকেটকে অসম্মান করেছে।’ ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে সালমান বলেন, ‘ভারত আমাদের সাথে হাত মেলায়নি, মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি। এতে শুধু আমাদেরই অসম্মান করেনি বরং গোটা ক্রিকেটকে অসম্মান করেছে।’
ভারতের এইসব কর্মকাণ্ড বাকি দলগুলোর উপর প্রভাব ফেলতে পারে বলেও জানান তিনি। সালমান আরো বলেন, ‘ক্রিকেটারদের রোল মডেল হওয়া উচিত, মাঠে এইসব কর্মকাণ্ড দেখলে ছোট ছোট ছেলে-মেয়েরা কি শিখবে? ভারত যা করেছে তা খুব খারাপ করেছে। ‘
রোববার এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। তবে কোনো ট্রফিই নেয়নি ভারতীয় দল। ট্রফি দেওয়ার কথা ছিল এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির। ট্রফি ছাড়াই উল্লাস করেন ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা।
এ প্রসঙ্গে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার বলেন, ‘চ্যাম্পিয়ন দল ট্রফি পাচ্ছে না, ক্রিকেট খেলা শুরু করার পর থেকে জীবনে এমন ঘটনা আমি দেখিনি। তবে আমার মতে দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরাই আসল ট্রফি। সবাই বলছেন, ভারত এশিয়া কাপের চ্যাম্পিয়ন। এটাই আসল কথা।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকীয়া বলেন, ‘ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি থাকায় আমরা এমন কারও কাছ থেকে পুরস্কার নেব না, যিনি পাকিস্তানের মন্ত্রী। নীতিগতভাবে এই সিদ্ধান্ত আমরা আগেই নিয়েছিলাম।’
এশিয়া কাপ ফাইনাল শেষ হওয়ার পরই শুরু হয়েছিল নাটকীয়তা। খেলা শেষ হলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়েছে অনেক পরে। ভারতীয় ক্রিকেটাররা মাঠেই দাঁড়িয়েছিলেন। ভারত জানিয়ে দিয়েছিলো, তারা নাকভির কাছ থেকে ট্রফি নেবে না। তখন মাঠেই উপস্থিত ছিলেন নাকভি। কারও সঙ্গে ফোনে কথা বলতে দেখা যায় তাকে।
আবার খেলা শেষ হওয়ার পর পুরস্কার নিতে ড্রেসিংরুম থেকে মাঠে আসেনি পাকিস্তান ক্রিকেট দল। খেলা শেষ হওয়ার ১ ঘণ্টা পর ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন পাকিস্তানের ক্রিকেটাররা। এর আরও পরে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
ক্রিফোস্পোর্টস/২৯সেপ্টেম্বর২৫/এআই
