Connect with us
ক্রিকেট

লর্ডস টেস্ট চলাকালেই দুঃসংবাদ পেল ভারত

India got bad news during the Lord's Test
বেন ডাকেটের উইকেট নিয়ে আগ্রাসী উদযাপন করেন সিরাজ। ছবি- গেটি ইমেজেস

ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট চলছে লর্ডসে। টেস্টের চতুর্থ দিন পেরিয়ে পঞ্চম দিনের খেলায় আজ মাঠে নেমেছে দুই দল। তার আগেই দুঃসংবাদ পেল স্বাগতিক ভারত। মাঠে বাজে আচরণের কারণে শাস্তি পেয়েছেন দলটির অন্যতম তারকা পেসার মোহাম্মদ সিরাজ।

গতকাল (রোববার) লর্ডস টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বেন ডাকেটের উইকেট শিকার করেন সিরাজ। তবে উইকেট নেওয়ার পর এই ইংলিশ ওপেনারের কাছে গিয়ে আগ্রাসী উদযাপন করেন তিনি। যে কারণে তাকে শাস্তি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

আইসিসির কোড অব কন্ডাক্টের ১ অনুচ্ছেদের লঙ্ঘন করেছেন সিরাজ। যেখানে বলা আছে, আউট হওয়া ব্যাটারের খুব কাছে গিয়ে অতিরিক্ত উদযাপন করা যাবে না, যা ঐ ব্যাটারকে রাগিয়ে দিতে পারে।

আরও পড়ুন:

» আলকারাজের স্বপ্ন ভেঙে উইম্বলডনের নতুন রাজা সিনার

» শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ 

সিরাজকে তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। এর পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন এই পেসার। তবে ডিমেরিট পয়েন্টের কারণে বড় সমস্যায় পড়তে পারেন তিনি। ২৪ মাসের মধ্যে এটা তার দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট। আর দুইবার ডিমেরিট পয়েন্ট পেলে এক টেস্টের জন্য নিষিদ্ধ হবেন এই তারকা পেসার।

এদিকে লর্ডস টেস্টেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই ভারত। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারতও তুলে নেয় ৩৮৭ রান। দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারতের বোলাররা। ইংলিশদের ১৯২ রানেই অলআউট করে দেয় সফরকারীরা।

তবে ১৯৩ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ভারত। টেস্টের চতুর্থ দিনেই ৫৮ রান তুলতে ৪ উইকেট হারায় তারা। আজ (সোমবার) পঞ্চম দিন ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৩ রান। জয়ের জন্য আরও ১০০ রান প্রয়োজন সফরকারীদের। আর স্বাগতিকদের প্রয়োজন ৩ উইকেট।

ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট