Connect with us
অন্যান্য

কাবাডিতে পাকিস্তানকে ৮১–২৬ পয়েন্টে হারানোর পর হাত মেলাইনি ভারত

ভারত বনাম পাকিস্তান কাবাডি
ভারত বনাম পাকিস্তান কাবাডি। ছবি: সংগৃহীত

ক্রিকেটের মতো এবার কাবাডিতেও দেখা গেল দুই দেশের বৈরিতার সম্পর্ক। এশিয়ান ইউথ গেমসের কাবাডি ম্যাচে টসের সময় পাকিস্তান অধিনায়ক হাত বাড়ালেও ভারতীয় অধিনায়ক ঈশান্ত রাঠি তা উপেক্ষা করেন। মুহূর্তটা সরাসরি সম্প্রচারে ধরা পড়ে এবং দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার বাহরাইনে অনুষ্ঠিত ম্যাচটিতে ভারত ৮১–২৬ পয়েন্টে বড় ব্যবধানে হারায় পাকিস্তানকে। টসের সময় সৌজন্য হ্যান্ডশেক না করা নিয়েই শুরু হয় আলোচনা। রাঠি যদিও হাত বাড়াননি, ম্যাচ শেষে দুই দল প্রচলিত নিয়ম অনুযায়ী একে অপরের সঙ্গে হাত মেলান। অনেকেই রাঠির এই আচরণকে রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে একধরনের ‘নীরব বার্তা’ বা ‘প্রতিবাদ’ হিসেবে দেখছেন।

সম্প্রতি ভারত-পাকিস্তান ম্যাচে এমন আচরণ ক্রমেই বাড়ছে। এশিয়া কাপের সময়ও ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের সঙ্গে হাত মেলানো এড়িয়ে গিয়েছিলেন। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপেও দেখা গেছে একই ঘটনা। মাঠের বাইরে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন এখন ক্রীড়াঙ্গনেও প্রভাব ফেলছে।



ভারতীয় গণমাধ্যম বলছে, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হয়েছে। ওই হামলার জন্য পাকিস্তানকেই দায়ী করেছে ভারত।

এশিয়ান ইউথ গেমসে এবারই প্রথম কাবাডি যুক্ত হয়েছে। রাউন্ড রবিন ফরম্যাটে সাতটি দেশ অংশ নিচ্ছে। মাঠের খেলায় ভারত দুর্দান্ত ছন্দে আছে। বাংলাদেশকে ৮৩-১৯ এবং শ্রীলঙ্কাকে ৮৯-১৬ পয়েন্টে হারিয়ে টানা তিন জয় পেয়েছে তারা। তিন ম্যাচ শেষে ভারত পয়েন্ট টেবিলের শীর্ষে, ইরান আছে দ্বিতীয় স্থানে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৩ অক্টোবর।

ক্রিফোস্পোর্টস/২২অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য