 
																												
														
														
													এবারের এএফসি এশিয়ান কাপ বাছাই থেকে বিদায় হয়েছে বাংলাদেশ ও ভারত। নিয়মরক্ষার ম্যাচে আগামী ১৮ নভেম্বর ঢাকায় মুখোমুখি হবে দু’দল।
নিয়মরক্ষার হলেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে অত্যন্ত গুরুত্বসহকারে নিচ্ছে ভারত। এই ম্যাচে যেকোনো ভাবে জয় পেতে চান বলে জানিয়েছেন ভারতীয় ফুটবল দলের হেড কোচ খালিদ জামিল।
বুধবার টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে খালিদ জামিল বলেন, ‘ এই মুহূর্তে জাতীয় দলের জন্য একটি জয় খুবই প্রয়োজন। তাই আমাদের পরের ম্যাচটিতে আপাতত সব ফোকাস। যে কানো মূল্যে এই ম্যাচে জয় চাই।’
গত ১৪ অক্টোবর ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে এএফসি এশিয়ান কাপে খেলার স্বপ্ন ভঙ্গ হয় ভারতের। গত ম্যাচের তিক্ততা ভুলে বাংলাদেশের বিপক্ষে পূর্ণ মনোযোগী হতে চান জামিল।
তিনি বলেন, ‘সিঙ্গাপুর ম্যাচে আমরা কিছু ভুল করেছি, যার খেসারত দিতে হয়েছে ম্যাচ হেরে। এর দায় আমি নিচ্ছি। তবে এখন আমাদের সামনে তাকাতে হবে।’
বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান ১৩৬। ভারতীয় নতুন কোচ র্যাঙ্কিং নিয়ে বলেন, র্যাঙ্কিং নিয়ে আপাতত ভাবনা নেই। দুই একটি জয় পরিস্থিতি বদলে দেবে। তবে হ্যাঁ, বাংলাদেশের বিপক্ষে পরাজয় আমরা মেনে নিতে পারব না।
ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৫/এআই
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	