Connect with us
ক্রিকেট

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ভারতের অধিনায়কের

Rohit Sharma announces his retirement from test cricket
রোহিত শর্মা। ছবি- সংগৃহীত

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বুধবার (৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে অবসরের ঘোষণা দেন এই তারকা ব্যাটার। আগামী জুনে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে দেখা যাবে না এই ক্রিকেটারকে।

গত বছর ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটটিকে বিদায় জানিয়েছিলেন রোহিত। এবার আন্তর্জাতিক টেস্ট থেকেও নিজেকে সরিয়ে নিলেন ভারতীয় অধিনায়ক। তবে শুধু ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন এই বিধ্বংসী ওপেনার।

ইনস্টাগ্রাম স্টোরিতে টেস্ট ক্যাপের একটি ছবি শেয়ার করে অবসর নেওয়ার কথা জানিয়েছেন রোহিত। অবসরের ঘোষণায় লিখেছেন, ‘সবাই জানাতে চাই যে, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে আমার দেশকে প্রতিনিধিত্ব করাটা ছিল অনেক সম্মানের। বছরের পর বছর ধরে আমাকে ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। আমি ওয়ানডে ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব চালিয়ে যাব।’

আরও পড়ুন:

» অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে মিরাজ

» ব্যাটে-বলে দাপট দেখিয়ে সিরিজ জিতল বাংলাদেশ 

Insta story of Rohit Sharma

রোহিতের ইনস্টাগ্রাম স্টোরি। ছবি-  সংগৃহীত

অনেকদিন ধরেই টেস্টে ব্যাট প্রত্যাশিত পারফর্ম করতে পারছেন না রোহিত। সেপ্টেম্বরে বাংলাদেশ সিরিজ থেকেই ব্যাট হাতে রানের দেখা পাচ্ছেন না তিনি। সবশেষ ১৫ ইনিংসে কেবল একটি ফিফটি এসেছে তার ব্যাট থেকে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে বাজে পারফরম্যান্সের কারণে বেশ সমালোচিত হয়েছিলেন এই ব্যাটার। এই সিরিজের পরই তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠে। তবে তখন টেস্ট থেকে অবসর না নেয়ার কথা জানিয়েছিলেন রোহিত। তবে এখন হঠাৎ করেই বিদায় জানিয়ে দিলেন ভারতের সাদা পোশাককে।

ভারতীয় গণমাধ্যমের দাবি, জুনে ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে সম্প্রতি মুম্বাইয়ে টেস্ট দলের নেতৃত্বভার নিয়ে বিসিসিআইয়ের মিটিং হয়েছে। সেখানে রোহিতের সাম্প্রতিক টেস্ট ফর্মকে বিবেচনায় রেখে তার নেতৃত্ব নিয়ে পক্ষে-বিপক্ষে কথা হচ্ছিল। তখন অধিনায়কত্ব পরিবর্তনের পক্ষেই মত দেয় অনেকে। অবশেষে রোহিত নিজেই লাল বল থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার কথা জানিয়ে দিলেন।

২০১৩ সালে টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু হয় রোহিতের। ১১ বছরের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে ৬৭ ম্যাচে ১১৬ ইনিংসে ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ভারতের হয়ে ৪৩০১ রান করেছেন রোহিত, যেখানে ১২টি সেঞ্চুরি ও ১৮টি ফিফটি রয়েছে।

ক্রিফোস্পোর্টস/৭মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট