
নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে ভারত। বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট হাতে ধস সামলে লড়াই, পরে বল হাতে ধারাবাহিক আক্রমণ দুই দিকেই সমান দাপট দেখিয়ে শ্রীলঙ্কাকে ৫৯ রানে হারিয়েছে হারমনপ্রীত কৌরের দল।
প্রথমে ব্যাট করে ভারত ৪৭ ওভারে তোলে ২৬৯/৮। ডাকওয়ার্থ–লুইস নিয়মে লঙ্কানদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭১। তবে চাপ সামলাতে না পেরে নির্ধারিত ৪০ ওভারের মধ্যেই ২১১ রানে থেমে যায় তাদের ইনিংস।
শুরুটা একেবারেই কঠিন ছিল ভারতের জন্য। ওপেনার স্মৃতি মান্ধানা দ্রুত ফিরলে ব্যাটিং লাইনআপে চাপ তৈরি হয়। ইনোকা রানাওয়িরার ঘূর্ণিতে এক ওভারেই তিন উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১২৪/৬ অসুবিধায় পড়ে যায় ভারত।
সেখান থেকে অমনজোত কৌর ও দীপ্তি শর্মার শতরান জুটি গড়ে ওঠে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া অধ্যায়। অমনজোত টুর্নামেন্টের প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন (১ ছক্কা, ৫ চার), দীপ্তি খেলেন রান-এ-বল ৫০। শেষ দিকে স্নেহ রানার ঝড়ো ব্যাটিংয়ে মাত্র দুই ওভারে আসে অতিরিক্ত ৩৪ রান, ফলে চ্যালেঞ্জিং স্কোর দাঁড়ায় ২৬৯।
জবাবে শ্রীলঙ্কার শুরুটা ইতিবাচক ছিল। চামারি আতাপাত্তু চার-ছয়ে ইনিংস এগোতে থাকলেও দীপ্তির বলে বোল্ড হয়ে ফেরেন ৪৩ রানে। এরপর থেকে লঙ্কান ব্যাটাররা ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণ সামলাতে ব্যর্থ হন। স্নেহ রানা, দীপ্তি শর্মা ও শ্রী চরানি মিলে একে একে উইকেট তুলে নেন। ফলাফল ৪০তম ওভারের মধ্যেই ২১১ রানে অলআউট শ্রীলঙ্কা।
অভিষেক ম্যাচে ব্যাট-বলে আলো ছড়ানো অমনজোত কৌর আর সঙ্গী দীপ্তি শর্মাই ভারতের জয়ের ভিত্তি গড়েন। তাদের নৈপুণ্যে শুভ সূচনা করে নারী বিশ্বকাপ অভিযান শুরু করল ভারতীয় দল।
ক্রিফোস্পোর্টস/১অক্টোবর২৫/টিএ
