
পাকিস্তানকে হারিয়ে ২০২৫ টি-টোয়েন্টি এশিয়া কাপের শিরোপা জিতল ভারত। রোববার (২৮ সেপ্টেম্বর) এশিয়া কাপের হাইভোল্টেজ পনকে ৫ উইকেটে হারিয়েছে সূর্যকুমার যাদবের দল। তাতে মহাদেশীয় এই টুর্নামেন্টের নবম শিরোপা ঘরে তুলল টিম ইন্ডিয়া।
এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ফাইনাল জয়ের নায়ক তিলাক ভর্মা। ৫৩ বলে ৩ চার ও ৪ ছক্কার মারে ৬৯ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই ব্যাটার।
দুবাইয়ে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ভারত৷ দলীয় ২০ রানের মধ্যেই ৩ উইকেট হারায় তারা। ফাইনালে ব্যাট হাতে রাঙাতে পারেননি চলতি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক অভিষেক শর্মা। দলীয় ৭ রানের মাথায় ৫ রান করে ফাহিম আশরাফের শিকার হয়ে ফিরেছেন এই মারকুটে ওপেনার।
তিনে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক সূর্যকুমার যাদব। ইনিংসের তৃতীয় ওভারে আফ্রিদির স্লোয়ার বলে ড্রাইভ করতে গিয়ে মিড অফে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। ভারতীয় অধিনায়কের ব্যাট থেকে আসে মাত্র ১ রান। এরপর শুবমান গিলও সূর্যকুমারের দেখানো পথে হাঁটেন। ইনিংসের চতুর্থ ওভারে ফাহিম আশরাফকে চার মেরে পরের বলেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন এই তারকা। আউট হওয়ার আগে ১২ রান করেন এই ওপেনার।
এরপর দলকে বিপদ থেকে উদ্ধার করেন তিলাক ভর্মা ও সঞ্জু স্যামসন। চতুর্থ উইকেট জুটিতে ৫০ বলে ৫৭ রান যোগ করেন তারা। দলীয় ৭৭ রানে সঞ্জুকে (২৪) ফিরিয়ে পাকিস্তানকে কিছু সময়ের জন্য ম্যাচে ফেরান আবরার আহমেদ। তবে শিবম দুবে এসে তিলাককে সঙ্গ দেন। তাতে এই জুটিতেই জয়ের পথ তৈরি করে নেয় ভারত।
ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে দুবেকে ফিরিয়ে ৬০ রানের জুটি ভাঙেন ফাহিম আশরাফ। প্যাভিলিয়নে ফেরার আগে ২২ বলে ৩৩ রানের কার্যকরী ইনিংস খেলেন দুবে। দুবে ফেরার পর জয়ের সুযোগ ছিল পাকিস্তানের সামনে। শেষ ওভারে ভারতের দরকার ছিল ১০ রান। তবে তিলাক ও রিংকু সিং ৪ বলেই ১২ রান নিয়ে জয় নিশ্চিত করেন। পাকিস্তানের পক্ষে ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন ফাহিম আশরাফ। এছাড়া একটি করে উইকেট নেন শাহীন আফ্রিদি ও আবরার আহমেদ।
এর আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পেয়েছিল পাকিস্তান। ১৩ ওভারে ২ উইকেট ১১৩ রান তুলে নিয়েছিল দলটি। তবে এরপরেই শুরু হয় পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়। ভারতের স্পিন জাদুতে বিধ্বস্ত হয়ে পাকিস্তানের পরবর্তী ব্যাটিং লাইনআপ। তাতে ১৪৬ রানেই গুটিয়ে যায় তারা।
পাকিস্তানের পক্ষে ৩৮ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন ওপেনার সাহিবজাদা ফারহান। তার ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কার মার ছিল। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান আসে আরেক ওপেনার ফখর জামানের ব্যাট থেকে। ৩৫ বলে ২ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান এই ওপেনার। এছাড়া ১৪ রান এসেছিল সাইম আইয়ুবের ব্যাট থেকে। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।
ভারতের পক্ষে ৪ ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন কুলদীপ। এছাড়া ২টি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান: ১৪৬/১০ (১৯.১ ওভার)
ভারত: ১৫০/৫ (১৯.৪ ওভার)
ফলাফল: ভারত ৫ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/২৯সেপ্টেম্বর২৫/বিটি
