Connect with us
ক্রিকেট

ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরালো ভারত

India beat England by 336 runs to level the series
দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো ভারত। ছবি: সংগৃহীত

অবশেষে এজবাস্টনের দুর্গ ভাঙলো ভারত! অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে রোহিত শর্মার দল। ৯টি টেস্ট খেলে এই প্রথম এজবাস্টনে জয় পেল ভারত।

বিদেশের মাটিতে রানের হিসেবে এটিই ভারতের সবচেয়ে বড় জয়। শুভমান গিলের অধিনায়ক হিসেবে এটি প্রথম জয়।ম্যাচের চতুর্থ দিনে ইংল্যান্ডের সামনে ছিল ৬০৮ রানের বিশাল লক্ষ্য।

পঞ্চম দিনের শুরুতে বৃষ্টি খেলায় অনিশ্চয়তা তৈরি করলেও, শেষ পর্যন্ত খেলা শুরু হয় এবং সেখানেই ইংল্যান্ডের সব আশা ধূলিসাৎ হতে শুরু করে। বিলম্বিত মধ্যাহ্নবিরতির ঠিক আগে বেন স্টোকসের বিতর্কিত আউট যেন ইংল্যান্ডের হারের ঘণ্টা বাজিয়ে দেয়।

আরও পড়ুন:

» এশিয়া কাপ হকিতে শক্তিশালী চীনকে হারিয়ে দিল বাংলাদেশ

» যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে সাকিবসহ খেলবেন ৯ বাংলাদেশি

বিরতির পর প্রসিধ কৃষ্ণা ক্রিস ওকসকে ফিরিয়ে দেন, ভেঙে দেন স্মিথের সঙ্গে তার ৪৬ রানের জুটি। এরপর আকাশ দীপের পঞ্চম শিকার হয়ে ফেরেন স্মিথও। এরপর ইংল্যান্ডের ইনিংসের পতন ছিল শুধু সময়ের অপেক্ষা। শেষ পর্যন্ত ইংল্যান্ড ৩৩৬ রানে হেরে যায়, যা এজবাস্টনে ভারতের জন্য এক অবিস্মরণীয় জয়।

প্রথম ইনিংসে ভারত ৫৮৭ রানের পাহাড় গড়েছিল। জবাবে ৪০৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। ৬ উইকেটে ৪২৭ তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শুভমান গিলের দল।

ক্রিফোস্পোর্টস/৬জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট