পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচে ভারত ও আফ্রিকা দুদলই একটি করে ম্যাচ জেতে। তবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে এসে একপেশে ম্যাচ উপহার দেয় ভারত। আগে বল করতে নেমে ভারত নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমে দক্ষিণ আফ্রিকাকে অল্প রানেই গুটিয়ে দেয়। ফলে ভারতীয় ব্যাটসম্যানদের সামনে দাঁড়ায় সহজ লক্ষ্য।
তৃতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক। অসাধারণ বোলিং পারফরম্যান্সে ধর্মশালায় দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১১৭ রানে অলআউট করে ফেলে সূর্যকুমারের নেতৃত্বাধীন দল। ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। মাত্র ১৮ বলেই তিনটি চার ও তিনটি ছক্কায় ৩৫ রান তুলে নেন তিনি।
পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই অভিষেক আউট হলেও ভারতের রান তোলার গতি থামেনি। ছয় ওভারে এক উইকেট হারিয়ে স্বাগতিকরা তুলে ফেলে ৬৮ রান। এরপর শুবমান গিল, তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব ঝুঁকি না নিয়ে ওয়ানডে মেজাজে ব্যাট করেন। ২৫ বল হাতে রেখেই এবং তিন উইকেট হারিয়েই জয় তুলে নেয় ভারত। এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল তারা।
গিল ২৮ বলে ২৮ রান করে আউট হন। তিলক ভার্মা দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ৩৪ বলে অপরাজিত ২৬ রান করে। সূর্যকুমার যাদব করেন ১১ বলে ১২ রান। শেষ দিকে শিবম দুবে ৪ বলে ১০ রান করে অপরাজিত থাকেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলেই অলআউট হয় তারা। ব্যাট হাতে একমাত্র ভরসা হয়ে ছিলেন অধিনায়ক এইডেন মার্করাম। ৪৬ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬১ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে ডনোভান ফেরেইরার ব্যাট থেকে।
বল হাতে ভারতের হয়ে সবচেয়ে কম খরুচে ছিলেন আর্শদীপ সিং। চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন দুটি উইকেট। দুটি করে উইকেট পান হরষিত রানা, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে।
সব মিলিয়ে বল ও ব্যাট-দুই বিভাগেই অসাধারণ পারফরম্যান্স করে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল ভারত।
ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৫/টিএ
