 
																												
														
														
													পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে ভারত। পহেলগামে হামলার পর ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে মন্তব্যের জেরে তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছে নরেন্দ্র মোদী সরকার।
জানা গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ পাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এর ফলে এখন থেকে ভারত থেকে আর দেখা যাবে না শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেল।
নিজের সামাজিক মাধ্যম ইউটিউব চ্যানেলে সাধারণত ক্রিকেটের বিষয়ে নানা আলোচনা তুলে ধরেন আফ্রিদি। তার কনটেন্ট গ্রহণ করা দর্শকদের উল্লেখযোগ্য একটা অংশ ভারতীয়। ধারণা করা হচ্ছে আর্থিকভাবে ক্ষতির মুখে ফেলতে এবং আফ্রিদির কনটেন্টে রিচ কমানোর উদ্দেশ্যে দেয়া হয়েছে এই নিষেধাজ্ঞা।
আরও পড়ুন:
» সামিতকে খেলাতে আরেক ধাপ এগিয়ে গেল বাফুফে
» জিতলেও টপ অর্ডারের ব্যাটিং নিয়ে চিন্তিত হাবিবুল বাশার
এদিকে একই ঘটনার জেরে এর আগে মিথ্যা-বিভ্রান্তিকর এবং ভুল তথ্য ছড়ানোর অভিযোগে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছিল ভারত সরকার। প্রথম দফায় নিষিদ্ধ হওয়া চ্যানেলগুলোর মধ্যে চারটি ছিল ক্রিকেটারদের, যাদের সবাই সাবেক তারকা।
আগে নিষিদ্ধ হয়েছিল- কিংবদন্তি বোলার শোয়েব আখতার, সাবেক অধিনায়ক বাসিত আলি ও রশিদ লতিফ এবং ফাস্ট বোলার তানভীর আহমেদের চ্যানেল। তখন শহীদ আফ্রিদির চ্যানেল নিষিদ্ধ না করায় ভারতীয়দের কেউ কেউ এই চ্যানেলও নিষিদ্ধের দাবি তোলে। এরপরই এমন উদ্যোগ নিল ভারত সরকার।
ক্রিফোস্পোর্টস/১মে২৫/এফএএস
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	