Connect with us
ক্রিকেট

বিশ্বচ্যাম্পিয়নদের জন্য বিশাল অঙ্কের পুরস্কার ঘোষণা ভারতের

India announces huge prize money for the world champions.
নারী ক্রিকেটে নতুন বিশ্বচ্যাম্পিয়ন ভারত। ছবি- বিসিসিআই

নারী ক্রিকেটে নতুন চ্যাম্পিয়ন পেয়েছে বিশ্ব। নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মত শিরোপা জিতেছে ভারত। গতকাল (রোববার) টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নতুন ইতিহাস লিখেছে ভারতীয় নারী দল। বিশ্বচ্যাম্পিয়ন হয়ে বোর্ড থেকে মোটা অঙ্কের অর্থপুরস্কার পাচ্ছে হারমানপ্রীত কৌরের দল।

নারী বিশ্বকাপের গত আসরের চেয়ে এবারের আসরে প্রাইজমানি অনেক বাড়ানো হয়েছে। শুধুমাত্র চ্যাম্পিয়ন হয়েই আইসিসি থেকে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার ( প্রায় ৫৫ কোটি টাকা) প্রাইজমানি পাচ্ছে ভারত। এছাড়া অন্যান্য খাত মিলিয়ে আইসিসি থেকে মোটা অঙ্কের প্রাইজমানি পাচ্ছে দলটি।

তবে আইসিসির পাশাপাশি বোর্ড থেকেও বিশাল অঙ্কের অর্থপুরস্কার পাচ্ছে ভারত। বিশ্বচ্যাম্পিয়নদের জন্য মোটা অঙ্কের অর্থপুরস্কার ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।



প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতায় ভারতীয় নারী দলের জন্য ৫১ কোটি রুপি অর্থপুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭০ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা। খেলোয়াড় থেকে শুরু করে চ্যাম্পিয়ন দলের অংশ হিসেবে থাকা কোচ, নির্বাচক ও সাপোর্টিং স্টাফরা মিলে সমানভাবে এই পুরস্কার পাবেন।

এ প্রসঙ্গে বিসিসিআই-এর সেক্রেটারি দেভজিং সাইকিয়া সংবাদ মাধ্যম এএনআই নিউজ’কে বলেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পুরষ্কার হিসেবে ভারতীয় দলকে ৫১ কোটি রুপি দেওয়া হবে। এই অর্থপুরস্কার খেলোয়াড়, নির্বাচক, কোচিং স্টাফ এবং সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।’

এর আগে গতকাল (২ নভেম্বর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনালে মুখোমুখি হয় ভারত ও দক্ষিণ আফ্রিকা। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান সংগ্রহ করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৪৩.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৬ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। তাতে ৫২ রানের জয় নিয়ে বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় উইমেন ইন ব্লুরা।

ক্রিফোস্পোর্টস/৩নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট