Connect with us
ফুটবল

সুনীল ছেত্রীকে ছাড়াই বাংলাদেশ ম্যাচের দল ঘোষণা করল ভারত

India announce squad for the Bangladesh match without Sunil Chhetri.
বাংলাদেশ ম্যাচে বাদ পড়েছেন সুনীল ছেত্রী। ছবি- সংগৃহীত

গত মার্চে এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে অবসর ভেঙে ভারতের জাতীয় দলে যোগ দেন সুনীল ছেত্রী। তবে ফেরাটা সুখকর হয়নি ভারতের এই তারকা ফুটবলারের। এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের হয়ে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি তিনি। এবার বাংলাদেশের বিপক্ষে ফিরতি ম্যাচেই দল থেকে বাদ পড়লেন এই তারকা ফরোয়ার্ড। 

চলতি মাসেই এশিয়ান কাপ বাছাইপর্বে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। আসন্ন এই ম্যাচের জন্য আজ (বুধবার) ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। তবে কোচ খালিদ জামিলের দলে জায়গা হয়নি ছেত্রীর।

এর আগে ভারতের বিপক্ষে প্রথম দেখায় গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। ভারতের মাটিতে সেই ম্যাচে তুলনামূলক ভালো ফুটবল খেলেছিল হামজা-রাকিবরা। গোলের একাধিক সুযোগও তৈরি করেছিল সফরকারীরা। তবে ভালো ফিনিশিংয়ের অভাবে কোনো গোলের দেখা পায়নি লাল-সবুজের দল।



এবার ঘরের মাঠে ভারতকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। নিজেদের ভেন্যুতে মূল্যবান ৩ পয়েন্ট তুলে নিতে আত্মবিশ্বাসী হাভিয়ের কাবরেরার শিষ্যরা। তবে সফরকারীও পয়েন্ট হারাতে চায় না। যে কারণে সেরা দল নিয়েই বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ভারত। বিশেষ করে তরুণদের সুযোগ করে দিতেই ছেত্রীকে ছাড়াই দল সাজিয়েছেন খালিদ জামিল।

অবশ্য অবসর ভেঙে ফেরার পর ছেত্রী নিজের ছন্দ খুঁজে পাননি। বাংলাদেশের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেও কোনো গোল অ্যাসিস্টের দেখা পাননি। দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষে পুরোটা সময় বেঞ্চে কাটিয়েছেন তিনি। এরপর সিঙ্গাপুরের বিপক্ষে দুই দেখাতেই পুরো সময় খেলেও কোনো গোল কিংবা গোলে সহায়তা করতে পারেননি এই ফরোয়ার্ড।

আগামী ১৮ নভেম্বর হাইভোল্টেজ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ছেত্রীবিহীন ভারত। ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত ৮ টায় শুরু হবে এই ম্যাচটি।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য ভারতের স্কোয়াড:

গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, হৃতিক তিওয়ারি, সাহিল।

ডিফেন্ডার: আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হামিংথানমাউইয়া রাল্টে, মুহাম্মদ উভাইস, প্রমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিংগান।

মিডফিল্ডার: আশিক কুরুনিয়ান, ব্রিসন ফার্নান্দেস, লালরেমটলুয়াঙ্গা ফানাই, ম্যাকার্টন লুই নিকসন, মহেশ সিং নওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম।

ফরোয়ার্ড: ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, মোহাম্মদ সানান, রহিম আলী, বিক্রম প্রতাপ সিং।

উল্লেখ্য, এশিয়ান কাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপ থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে বাংলাদেশ ও ভারত। ৪ ম্যাচে ২ ড্রতে ২ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে ভারত। বাছাইয়ের পরবর্তী ম্যাচটি কেবলই নিয়মরক্ষার।

ক্রিফোস্পোর্টস/৫নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল