পূর্নাঙ্গ সিরিজ খেলতে চলতি মাসে ভারত সফর করবে দক্ষিণ আফ্রিকা। আসন্ন এই সিরিজে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। সিরিজের দুই টেস্ট সামনে রেখে আজ (৫ নভেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আসন্ন টেস্ট সিরিজ দিয়ে প্রায় ৪ মাস পর জাতীয় দলে ফিরছেন ঋষভ পন্ত। গত জুলাইয়ে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি চলাকালীন চোট পেয়েছিলেন পন্ত। চোট কাটিয়ে সপ্তাহখানেক আগেই মাঠে ফিরেছেন তিনি। ভারতের ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে একটি টেস্ট খেলেছেন তিনি। এবার দক্ষিণ আফ্রিকার মূল দলের বিপক্ষে টেস্ট দিয়ে জাতীয় দলে ফিরছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
চলতি মাসেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্র শুরু করেছে ভারত। সিরিজের দুটো ম্যাচেই আধিপত্য রেখে জিতেছে স্বাগতিকরা। সবশেষ এই সিরিজের দল থেকে দুটি পরিবর্তন এনেছে ভারত।
দক্ষিণ আফ্রিকা সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটার নারায়ণ জগদীশান। দলটির সহ-অধিনায়ক পন্তকে ফেরাতেই বাদ দেওয়া হয়েছে তাকে। আর বোলিং বিভাগে বাদ পড়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন আকাশ দীপ।
আগামী ১৪ নভেম্বর মাঠে গড়াবে প্রথম টেস্ট। কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর ১৪ নভেম্বর গুয়াহাটিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টেস্ট দল : শুবমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, দেবদূত পাড়িকল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, কুলদীপ সিং, আকাশ দীপ ও মোহাম্মদ সিরাজ।
ক্রিফোস্পোর্টস/৫নভেম্বর২৫/বিটি