
আসন্ন এশিয়া কাপের জন্য ভারতীয় দল নির্বাচন করতে গিয়ে কিছুটা বিপাকে পড়তে হয়েছে নির্বাচকদের, এমন খবর এসেছিল ভারতীয় গণমাধ্যমে। মূলত এত তারকা ক্রিকেটারদের মধ্যে থেকে মূল স্কোয়াডে কাদের রাখবেন এই নিয়েই বিপাকে পড়তে হয়েছে নির্বাচকদের। অবশেষে দুই বড় তারকা ক্রিকেটারকে ছাড়াই এশিয়া কাপের দল নির্বাচন করেছে ভারতীয় দলের নির্বাচকরা।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টুর্নামেন্টে খেলবে ভারত। এছাড়া সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুবমান গিল।
টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে গড়াতে যাওয়া এই টুর্নামেন্টে ভারতীয় দলে জায়গা হয়নি যশস্বী জয়সওয়াল ও শ্রেয়াস আইয়ারের। দারুণ ছন্দে থাকা সত্ত্বেও দলে জায়গা করে নিতে পারেননি তারা। যা নিয়ে বেশ আলোচনা চলছে ক্রিকেটপাড়ায়। এছাড়া ইনজুরির কারণে সুযোগ মেলেনি আরেক তারকা ব্যাটার ঋষভ পন্তের।
ভারতীয় দলের অন্যতম দুই তারকা পেসার মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজেরও জায়গা হয়নি এশিয়া কাপের স্কোয়াডে। মূলত ফিটনেস সমস্যার কারণেই জায়গা হয়নি শামির। অন্যদিকে সিরাজ সাম্প্রতিক সময়ে ভারতের টি-টোয়েন্টি দলে অনিয়মিত। তাই ১৫ সদস্যের দলে জায়গা হয়নি তার। এছাড়া বাদ পড়েছেন রিয়ান পরাগ।
এবারের এশিয়া কাপে ভারত ‘এ’ গ্রুপে পড়েছে, যেখানে রয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এর পাশাপাশি রয়েছে ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
আগামী ৯ থেকে শুরু হবে এশিয়া কাপ। এরপর ১০ সেপ্টেম্বর আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ভারত। এরপর হাইভোল্টেজ ম্যাচে ১৪ সেপ্টেম্বর পাকিস্তান এবং ১৯ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে ম্যান ইন ব্লুসরা।
ভারতের এশিয়া কাপ স্কোয়াড—
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বার্মা, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, রিংকু সিং, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্ষিত রানা।
ক্রিফোস্পোর্টস/১৯আগস্ট২৫/বিটি
