Connect with us
ক্রিকেট

নারী বিশ্বকাপেও হাত মেলালেন না ভারত ও পাকিস্তানের অধিনায়ক

Harmanpreet Kaur and Fatima Sana
ভারত ও পাকিস্তানের অধিনায়ক। ছবি: সংগৃহীত

ছেলেদের এশিয়া কাপের মতোই নারী বিশ্বকাপেও হাত মেলালেন না ভারত ও পাকিস্তান নারী দলের অধিনায়করা। টস শেষে হাত না মিলিয়েই চলে গেছেন দুই দলের অধিনায়ক।

আজ (রবিবার) নারী ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টস শেষে দুইদলের অধিনায়ক হাত মেলান কিনা সেটা নিয়ে সকলের বাড়তি নজর ছিলো আগে থেকেই। কিন্তু ছেলেদের এশিয়া কাপের মতোই হাত মেলায়নি দুই দলের অধিনায়ক। ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান।

ভারত পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার জেরে সদ্য সমাপ্ত এশিয়া কাপে তিনবার মুখোমুখি হলেও কোনো ম্যাচেই হাত মেলাতে দেখা যায়নি দুই দলের খেলোয়াড়দের। এ নিয়ে হয়েছে নানা বিতর্ক, অভিযোগ গেছে আইসিসির কাছেও। ফাইনাল শেষে আইসিসি ও পিসিবি প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। পরে ট্রফি নিয়ে চলে যান নাকভি।



ট্রফি নিয়ে যাওয়া নিয়ে হয়েছে দুই দলের কথা লড়াই। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব এটিকে দাবী করেছেন ট্রফি চুরি হিসেবে। অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক সালমান আগা বলেছেন, ভারত ক্রিকেটকে অসম্মান করেছে।

এবারের নারী বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হলেও পাকিস্তান দল ভারতে খেলতে অস্বীকৃতি জানায়। তাই পাকিস্তানের সকল ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।

ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট