Connect with us
ক্রিকেট

মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান, আবারও ঘটবে একই কাণ্ড!

India vs Pakistan women cricket team
ভারত ও পাকিস্তান নারী ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

এশিয়া কাপ শেষ হলেও থেমে নেই ভারত ও পাকিস্তানের মধ্যকার নানা বিতর্কিত ঘটনার রেশ। হেন্ডশেক কাণ্ড থেকে শুরু করে ট্রফি গ্রহণ না করা— সবকিছু নিয়েই চলছে আলোচনা। এর মাঝে আবারও মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। নারী ওয়ানডে বিশ্বকাপের মেগা আসরে আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে দুই দলের খেলা।

ধারণা করা হচ্ছে এশিয়া কাপের মতো ঘটনা ঘটতে যাচ্ছে নারী বিশ্বকাপেও। আর সেই সম্ভাবনায় রসদ জুগিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। বিসিসিআইয়ের সূত্রে সংবাদমাধ্যমটি জানিয়েছে নারী বিশ্বকাপেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর জন্য ভারতীয় ক্রিকেটারদের নির্দেশ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

ফলে ছেলেদের এশিয়া কাপের মতো নারী বিশ্বকাপেও একই কাণ্ড ঘটাতে দেখা যাবে হারমানপ্রীত কৌরদেরও। সংবাদমাধ্যমটি বিসিসিআইয়ের সেই সূত্রে জানায়, ‘বোর্ড থেকে ভারতীয় খেলোয়াড়দের জানানো হয়েছে, টসের সময় বা ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানো যাবে না। সেই কথা মেনে চলবেন ক্রিকেটাররা।’



বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করলে বিবিসিকে অবশ্য পরিষ্কার ভাবে কিছু জানাননি বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, ‘আমি এখনই কিছু বলব না। তবে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক একই রয়েছে। তাতে কোনো বদল হয়নি। আমি শুধু এটাই বলতে পারি যে এমসিসির সব নিয়ম মানা হবে। তবে হ্যান্ডশেক হবে কিনা সেই বিষয়ে এখনই কিছু বলতে পারছি না।’

এদিকে বার্তা সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছে, ‘বিসিসিআই সরকারের নীতির সঙ্গে একাত্ম। তাই টসের সময় হাত মেলানো হবে না, ম্যাচ রেফারির সঙ্গে কোনো যৌথ ছবি তোলা হবে না এবং খেলা শেষে হাত মেলানোও হবে না। পুরুষ দলের ক্ষেত্রে যে নীতি অনুসরণ করা হয়েছে, সেটিই নারী দলের ক্ষেত্রেও কার্যকর হবে।’

উল্লেখ্য, ভারত এ টুর্নামেন্টের মূল আয়োজক দেশ হলেও পাকিস্তানের সঙ্গে বৈরীতার কারণে আসরের একটি অংশ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। আগামী ৫ অক্টোবর সেখানেই কলম্বোতে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। তার আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পরাজিত করেছে ভারত। আর বাংলাদেশের বিপক্ষে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলছে পাকিস্তান।

ক্রিফোস্পোর্টস/২অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট