
এ যেন এক রূপকথা! বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার অভিষেক দাসকে হয়ত ভুলে গেছেন অনেকেই। তবে যারা নিয়মিত ক্রিকেটের খোঁজ-খবর রাখেন, তারা হয়ত ঠিকই মনে রেখেছেন ফাইনালে ভারতের বুকে কাপন ধরিয়ে দেওয়া সেই অভিষেককে। এবার অভিষেকও জানিয়ে দিলেন হারিয়ে যাননি তিনি। এখনও দেশের ক্রিকেটে অবদান রাখতে সক্ষম এই ক্রিকেটার।
যুব বিশ্বকাপের পরেই হারিয়ে গিয়েছিলেন অভিষেক। মূলত ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। তবে এখন পুরোপুরি ফিট আছেন তিনি। চলমান এনসিএল টি-টোয়েন্টি দিয়ে পুনরায় মাঠে ফিরেছেন এই পেসার। মাঠে ফিরে নিজের দ্বিতীয় ম্যাচেই এই রূপকথার গল্প লিখলেন তিনি। ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস খেলে নিজ দল খুলনাকে ফাইনালে তুললেন এই ক্রিকেটার। এই অসাধ্য সাধনে তার সঙ্গী ছিলেন নাহিদুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) এনসিএল টি-টোয়েন্টিতে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রামের মুখোমুখি হয় খুলনা। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে চট্টগ্রামকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে খুলনা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে চট্টগ্রাম। তবে খুলনার ব্যাটিং শুরুর পরেই বাধা দেয় বৃষ্টি। বৃষ্টি থামার পর খুলনার সামনে ৯ ওভারে ৭৮ রানের নতুন লক্ষ্য দেওয়া হয়। শেষ পর্যন্ত ৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য টপকে যায় খুলনা।
এদিন রানতাড়ায় নেমে দলীয় ৩০ রানেই ৬ উইকেট হারায় খুলনা। সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ মিথুন কিংবা আফিফ হোসেন—কেউই ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। এরপর ম্যাচের হাল ধরেন অভিষেক ও নাদিদুল। তাদের ২০ বলে ৫১ রানের বিধ্বংসী জুটিতে ৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা।
অভিষেক ১১ বলে ২৭ রান করে অপরাজিত ছিলেন। ৩ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। অপরপ্রান্তে নাজিদুল ৯ বলে ২ চার ও ১ ছক্কার মারে ২১ রান করে অপরাজিত ছিলেন।
সংক্ষিপ্ত স্কোর :
চট্টগ্রাম: ১৪৮/৬ (২০ ওভার)
খুলনা: ৮১/৬ (৮.৩ ওভার)
ফলাফল: খুলনা ৪ উইকেটে জয়ী (বৃষ্টি আইন)
এই জয়ে প্রথম দল হিসেবে ফাইনালের জায়গা নিশ্চিত করেছে খুলনা। এর আগে দিনের প্রথম এলিমিনেটর ম্যাচে ঢাকাকে ১ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে রংপুর। আগামীকাল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রামের মুখোমুখি হবে তারা। এই ম্যাচে যারা জয় পারে তারা ১২ অক্টোবর (রোববার) খুলনার বিপক্ষে ফাইনাল খেলবে।
ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৫/বিটি
