Connect with us
অ্যাথলেটিকস

অ্যাথলেটিকসে হারানো সিংহাসন ফিরে পেলেন ইমরানুর

আবারও দেশের দ্রততম মানব ইমরানুর। ছবি- সংগৃহীত

এক বছরের মাথায় দেশের দ্রুততম মানবের মুকুর ফিরে পেলেন ইমরানুর রহমান। গত ফেব্রুয়ারিতে ৪৮তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশ নিতে না পারায় মোহাম্মদ ইসমাইলের কাছে সিংহাসন হারিয়েছিলেন। এবারের জাতীয় সামার অ্যাথলেটিকসে আবারও দেশের দ্রুততম মানব হলেন ৩২ বছর বয়সী এই স্প্রিন্টার।

গত ফেব্রুয়ারিতে ঢাকায় জাতীয় অ্যাথলেটিকসে অংশ নিতে পারেননি চোটের কারণে। লন্ডনে নিয়েছিলেন ফেরার প্রস্তুতি। এমনকি চীনেও গিয়েছিলেন তিনি। সুস্থ হয়ে ওঠা ইমরানুরের কাছে আজ পেরে ওঠেননি কেউই।

শুক্রবার (২২ আগস্ট) জাতীয় স্টেডিয়ামে ১৭তম জাতীয় সামার অ্যাথলেটিকসের প্রথম দিনে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর ইমরানুর। দৌড় শেষ করতে তিনি সময় নিয়েছেন ১০.৬৪ সেকেন্ড (ইলেকট্রনিক টাইমিং)।



দ্রুততম মানবের মুকুট হারানো ইসমাইল এবার হয়েছেন তৃতীয়। তিনি ফিনিশ লাইন ছুঁয়েছেন ১০.৮৮ সেকেন্ডে। ১০.৮৬ সেকেন্ডে দৌড় শেষ করে দ্বিতীয় হয়েছেন সেনাবাহিনীর আবদুল মোতালেব।

২০২২ সালে প্রথমবার বাংলাদেশের জাতীয় অ্যাথলেটিকসে অংশ নিয়েই রেকর্ড গড়ে ১০০ মিটারে সোনা জেতেন। সেই থেকে এই অ্যাথলেটই দেশের দ্রুততম মানবের আসনে ছিলেন এ বছরের শুরুর দিক পর্যন্ত। অল্প দিনেই দেশের ক্রীড়াঙ্গনে নিজেকে দারুণভাবে প্রতিষ্ঠিত করেন তিনি।

ক্রিফোস্পোর্টস/২২আগস্ট২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অ্যাথলেটিকস