Connect with us
ক্রিকেট

শোয়াই ফেলব একদম: মিরাজদের উদ্দেশ্য করে শান্ত

Shanto
সংবাদ সম্মেলনে শান্ত। ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবসকে সামনে রেখে কোয়াব আয়োজিত বিশেষ প্রীতি ম্যাচকে ঘিরে আগেভাগেই উত্তাপ শুরু হয়েছে মিরপুরে। মাঠের লড়াইয়ের আগে শুরু হয়ে গেছে কথার লড়াই। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সরাসরিই জানিয়ে দিলেন এই ম্যাচে মিরাজদের (প্রতিপক্ষকে) কোনো ছাড় দেওয়া হবেনা।

আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠেয় প্রীতি ম্যাচে দুই দল ‘অদম্য’ ও ‘অপরাজেয়’ নামে মাঠে নামবে। অদম্যের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত এবং অপরাজেয় এর নেতৃত্ব দিবেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচটি যদিও উৎসবের আমেজে আয়োজন করা হচ্ছে, তবু প্রতিযোগিতার কোনো কমতি থাকবেনা বলে স্পষ্ট করেছেন শান্ত।

সোমবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শান্ত বলেন, “এই ধরনের ম্যাচ খেলার সুযোগ আগে পাননি তিনি। প্রতিপক্ষকে কোনো ছাড়াছাড়ি হবে না, শোয়াই ফেলব একদম”। ম্যাচ নিয়ে তার আগ্রহও কথাতেই স্পষ্ট। অনেকটা হাসিমুখে শান্ত বলেন, মাঠে নামলে সবটাই উজাড় করে দেবেন। প্রস্তুতি কোথায় বা কীভাবে হচ্ছে, সেটা আপাতত মুখেই সীমাবদ্ধ থাক, মাঠেই বোঝা যাবে কারা কতটা প্রস্তুত।



উৎসবের ম্যাচ হলেও প্রতিযোগিতা থাকবে বলেই মনে করেন শান্ত। তবে সেটারও সীমা আছে। ভালো আম্পায়ারিং থাকায় শৃঙ্খলার জায়গাটা ধরে রাখতে হবে বলেও ইঙ্গিত দেন তিনি। বেশি বাড়াবাড়ি করলে ডিমেরিট পয়েন্টের ঝুঁকিও যে আছে, সেটাও মনে করিয়ে দেন বাংলাদেশের এই টেস্ট অধিনায়ক।

এই ম্যাচের পেছনের মূল উদ্দেশ্যও তুলে ধরেছেন শান্ত। কোয়াবের উদ্যোগকে তিনি দেখছেন সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ হিসেবে। শান্তর মতে, এই আয়োজনটি যদি নিয়মিত করা যায়, তাহলে তা বাংলাদেশ ক্রিকেটের জন্য দীর্ঘমেয়াদে উপকারে আসবে। ম্যাচ থেকে যে ফান্ড সংগ্রহ হবে, সেটি ভবিষ্যতে ক্রিকেটারদের সহায়তায় কাজে লাগানো যাবে এই লক্ষ্যেই পুরো আয়োজন।

কোয়াবকে সহায়তা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান শান্ত। তাঁর মতে, বর্তমান ও সাবেক ক্রিকেটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই আয়োজনের সবচেয়ে বড় শক্তি। খেলোয়াড়দের এই আগ্রহ কোয়াবের জন্য বড় প্রাপ্তি বলেও মন্তব্য করেন তিনি।

ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট