
বাইশ গজে সময়টা ভালো কাটছিলো না বাংলাদেশ দলের। একের পর এক হারে সমর্থকেরাও ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। শ্রীলঙ্কা সফরে গিয়ে টেস্ট ও ওয়ানডে সিরিজে হেরে যায় টাইগাররা। তবে টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয়ের পর পুনরায় আত্মবিশ্বাস ফিরে পেয়েছে লিটনরা। এবার পাকিস্তান সিরিজে এই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ভালো করতে পারবে টাইগাররা।
গত মে-জুনে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। তবে সেই সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। পুরো সিরিজে বাংলাদেশের বোলাররা ছিলেন বেশ খরুচে। তবে সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজে বোলাররা ছিলেন দুর্দান্ত। সিরিজ জয়ের পেছনে বোলারদের অবদানই বেশি ছিল।
এবার ঘরের মাটিতে পাকিস্তান সিরিজেও বোলারদের উপরেই আস্থা রাখছেন ওপেনার নাঈম শেখ। তার বিশ্বাস, বোলাররা ভালো করতে পারলেও এই সিরিজেও সাফল্য পাবে বাংলাদেশ।
আরও পড়ুন:
» সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথম জয় পেল মায়ামি
» ওপেনার নাঈম কেন চারে খেলেছিলেন, জানালেন নিজেই
শুক্রবার (১৮ জুলাই) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাঈম বলেন, ‘পাকিস্তান তাদের ঘরের মাটিতে যেভাবে খেলেছে, বেশিরভাগ ম্যাচই ছিল হাই-স্কোরিং। আমরা একটা ম্যাচে প্রায় ২০০ রানও করেছি। কিন্তু আমাদের বোলিংটা ভালো হয়নি। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে দেখুন, বোলিংটা ছিল পুরোপুরি ভিন্ন।’
‘এখন আমাদের বোলাররাও ছন্দ ফিরে পেয়েছে। দলে থেকে আমি যেটা সামনাসামনি দেখেছি, আমাদের বোলাররা এখন মানসিকভাবে খুব ভালো অবস্থায় আছে। ইনশাআল্লাহ এটা ধরে রাখতে পারলে অবশ্যই আমরা পাকিস্তান সিরিজে ভালো করতে পারবো।’—তিনি আরো যোগ করেন।
শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে সুযোগ পেয়েই ক্যারিয়ারসেরা বোলিং করেন শেখ মেহেদি। চার ওভারে ১১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন এই অফস্পিনার। লেগস্পিনার রিশাদও বল হাতে ছিলেন দুর্দান্ত। এছাড়া শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানরাও ভালো পারফরম্যান্স করেছেন। এবার পাকিস্তান সিরিজে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভালো করতে পারবে টাইগাররা।
আগামী ২০ জুলাই মাঠে গড়াবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ২২ ও ২৪ জুলাই যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে । স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচগুলো।
ক্রিফোস্পোর্টস/১৮জুলাই২৫/বিটি
