Connect with us
ক্রিকেট

অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলে সেমিতে উঠবে কারা?

Afganistan-Australia match
সেমির জায়গার লক্ষ্যে আগামীকাল মাঠে নামবে অস্ট্রেলিয়া-আফগানিস্তান। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ভেন্যুতে চলছে বেরসিক বৃষ্টির হানা। ইতোমধ্যে রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে দুটো ম্যাচ পরিত্যক্ত হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি বাতিল হয়ে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ। এরপর আজ (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচটিও বৃষ্টিতে পণ্ড হয়েছে। এবার বৃষ্টিতে পণ্ড হওয়ার শঙ্কায় আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার ম্যাচ।

আগামীকাল (২৮ ফেব্রুয়ারি) বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টুর্নামেন্টের ডার্ক হর্স আফগানিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এই ম্যাচে যারা জয় পাবে তারাই চলে যাবে সেমিফাইনালে। তাই অনেকে এই ম্যাচটিকে নকআউট ম্যাচের সঙ্গে তুলনা করছে।

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচটির মাঠে গড়ানো নিয়ে বড় শঙ্কা রয়েছে। ওয়েদার ডটকমের তথ্যমতে, শুক্রবার লাহোরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৭০ শতাংশ। তবে ম্যাচ চলাকালীন সময় বৃষ্টির হওয়ার সম্ভাবনা কমে আসবে।




আরও পড়ুন:

» ২০২৫ এশিয়া কাপের দিনক্ষণ চূড়ান্ত, খেলবে ৮ দল

» কোনো ম্যাচ না জিতেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে কত টাকা পেল বাংলাদেশ?


আগামীকাল ম্যাচটি মাঠে গড়াবে স্থানীয় সময় দুপুর ২ টায় (বাংলাদেশ সময় ৩টা)। এ সময় লাহোরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৪৪ শতাংশ। পরবর্তী দুই ঘণ্টায় সেটা আরও কমে ৩৩-৩৯ শতাংশ হতে পারে। আর স্থানীর সময় বিকাল ৫টায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৯-২৪ শতাংশ।

চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপে ২ ম্যাচে সমান ৩ পয়েন্ট নিয়ে এক নম্বরে দক্ষিণ আফ্রিকা ও দুই নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। আর ২ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে তিনে আফগানিস্তান এবং ইতোমধ্যে ছিটকে যাওয়া জয়হীন ইংল্যান্ড চারে অবস্থান করছে।

আগামীকাল ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে লাভবান হবে অস্ট্রেলিয়া। ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত হবে দলটির। ৩ পয়েন্ট নিয়ে বিদায় নিয়ে হবে আফগানিস্তানকে।

বি গ্রুপে অপর একটি ম্যাচে ইংল্যান্ড যদি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়, তবুও আফগানদের সমান ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট পাবে প্রোটিয়ারা। কেননা আফগানিস্তানের চেয়ে নেট রান রেটে অনেক এগিয়ে আছে দলটি। আফগানিস্তানের নেট রান রেট -০.৯৯০, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার নেট রান রেট +২.১৪০। তাই সেমির টিকিট পেতে আফগানদের জয়ের বিকল্প নেই।

ক্রিফোস্পোর্টস/২৭ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট