চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৫০ রান তাড়া করতে নেমে বাংলাদেশ থামে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রানে। এই হারে টানা চার সিরিজ জয়ের পর এবারই সিরিজ হারলো বাংলাদেশ। ম্যাচ শেষে কিছুটা হতাশা নিয়ে অধিনায়ক লিটন দাস বললেন, তিনি আরও কিছুক্ষণ উইকেটে থাকলে হয়তো ম্যাচটা বের হতো।
চোট কাটিয়ে দলে ফিরে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ব্যর্থ হলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে লিটন শুরুটা দারুণ করেছিলেন। কিন্তু অষ্টম ওভারে আকিল হোসেনের বলে ১৭ বলে ২৩ রান করে আউট হয়ে যান লিটন। তখন দলের সংগ্রহ মাত্র ৪৮। পুরস্কার বিতরণীতে লিটন বললেন, “আমার ১৩-১৪ ওভার পর্যন্ত উইকেটে থাকা উচিত ছিল। আমি থাকলে খেলা আগেই শেষ হয়ে যেত। ওয়েস্ট ইন্ডিজের বোলিং ভালো ছিল, কিন্তু ওদের ফিল্ডিং গত ম্যাচের মত খুব একটা ভালো হয়নি। তারপরও আমরা জিততে পারিনি।”
লিটন মনে করেন, ১৫০ রান এখনকার টি-টোয়েন্টিতে খুব বড় কিছু না। এর জন্য বোলারদেরও প্রশংসা করেছেন লিটন। তিনি বলেন, “সাম্প্রতিক কয়েকটি সিরিজ দেখলেই বোঝা যায়, আমাদের বোলাররা দারুণ বল করেছে। ওদের জন্য সত্যি খারাপ লাগছে, কারণ ওরা অসাধারণ করেছে। ১৫০ রান কোনো বড় লক্ষ্য ছিল না, তবুও আমরা সেটা চেজ করতে পারিনি।
এদিকে বাংলাদেশের বোলাররা গতকালও নিজেদের সেরাটা দিয়েছেন। ১১ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ১ উইকেটে ১০৫ রান, কিন্তু শেষ ৯ ওভারে মাত্র ৪৪ রান নিতে দিয়েছে। লিটন সেটা নিয়ে বলেন, আমরা (ব্যাটাররা) বোলারদের মত সেভাবে অবদান রাখতে পারিনি।
উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যেই সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৬ রানে হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও ১৪ রানে হেরেছে স্বাগতিক দল। হোয়াইটওয়াশ এড়াতে শেষ ম্যাচে এখন জেতার বিকল্প নেই লিটনদের সামনে।
ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর২৫/টিএ