Connect with us
ক্রিকেট

জাতীয় দলে পর্যাপ্ত সুযোগ পেলে আমি হতাশ করবো না : বিজয়

If I get enough opportunities in the national team, I won’t disappoint: Bijoy
এনামুল হক বিজয়। ছবি- সংগৃহীত

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মার এনামুল হক বিজয়। তবে জাতীয় দলে সুযোগ পেলেই যেন পারফর্ম করতে ভুলে যান তিনি। জাতীয় দলে এখন অনিয়মিত হলেও বিভিন্ন সময়ে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটার। তবে পর্যাপ্ত সুযোগ পেলে জাতীয় দলকে আরো অনেক কিছু দিতে চান ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।

২০১৫ বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলে অনিয়মিত বিজয়। পরবর্তীতে কিছু কিছু সিরিজে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে প্রতিটি সিরিজেই ব্যাট হাতে হতাশ করেছেন। সম্প্রতি বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পান বিজয়। তবে ওই সিরিজেও ব্যর্থ হয়েছেন এই ব্যাটার।

বিজয়ের মতে, জাতীয় দলে তিনি যে সুযোগ পান, তা ভালো পারফরম্যান্সের জন্য যথেষ্ট নয়। তার বিশ্বাস, দলে পর্যাপ্ত সুযোগ পেলে এখনো অনেক কিছু দেওয়ার সামর্থ্য আছে তার।



চলমান এনসিএল টি-টোয়েন্টিতে খুলনা বিভাগের হয়ে খেলছেন বিজয়। আজ (রোববার) ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচজয়ী ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময় জাতীয় দলে ফিরে ব্যর্থতা প্রসঙ্গে তিনি বলেন, ‘দেখুন, আমি অনেক বছর পর টেস্ট খেললাম। ২টা টেস্ট খেললাম। আবার ওয়ানডে খেলেছি ৩-৪ বছর পরে। কয়টা ম্যাচ খেললাম? ৩-৪টা। আপনার কাছে কী মনে হয়, এতদিন পর এসে কারো জন্য ৩-৪ ম্যাচ যথেষ্ট? এটা কষ্টদায়ক।’

জাতীয় দলেএ সঙ্গে লম্বা সময় ধরে না থাকা, ড্রেসিংরুম শেয়ার করতে না পারা, ভালো কোচের অধীনে ট্রেনিং করতে না পারাকেই ব্যর্থতার কারণ হিসেবে দেখছেন বিজয়, ‘২০১৬-র পর থেকে আমি কিন্তু বাংলাদেশ দলের সাথে এক ম্যাচও ছিলাম না। ট্রেনিং পিরিয়ড, বড় বড় কোচের অধীনে প্র্যাকটিস, ৬ মাস দলের সঙ্গে থাকা, ম্যাচ না খেললেও তাদের ইনফরমেশন নেওয়া, ড্রেসিংরুম শেয়ার করা—এ ধরণের কোনো সুবিধাই কিন্তু পাইনি। আমি আসলাম, একটা টুর্নামেন্ট বা ২-৩ ম্যাচের সিরিজ খেললাম। এরকম খেললে, আসলে-গেলে, ড্রেসিংরুমে না থাকলে পারফর্ম করা মোটেও সহজ হয় না। অনেকে হয়ত হঠাৎ এসে পারফর্ম করে। ’

তবে বিজয় বিশ্বাস করেন, জাতীয় দলকে এখনো তার অনেক কিছু দেয়ার আছে। পর্যাপ্ত সুযোগ পেলে নিজের সামর্থ্যের পুরোটা দেবেন বলে আশাবাদী এই ব্যাটার, ‘আমি মনে করি জাতীয় দলকে আমার দেওয়ার অনেক কিছু আছে। আমি এখনো যথেষ্ট সামর্থ্যবান। পর্যাপ্ত সুযোগ পেলে আমি হতাশ করব না। আমি যেটা বিশ্বাস করি বাংলাদেশকে অনেক কিছু দিতে পারব। আমার নিজের প্রতি এখনও ঐ বিশ্বাসটা আছে।’

রোববার (২৮ সেপ্টেম্বর) এনসিএল টি-টোয়েন্টির ম্যাচে ঢাকা মেট্রোকে ২২ রানে হারিয়েছে খুলনা বিভাগ। দলের পক্ষে ২৬ বলে ৪৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন বিজয়।

ক্রিফোস্পোর্টস/২৮সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট