
ক্রিকেটে মাথায় আঘাতজনিত কোনো ঘটনার কারণে খেলোয়াড় বদলের জন্য কনকাশন সাব নামে একটি নিয়ম চালু করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। হঠাৎ এই নিয়মে পরিবর্তন এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। চলতি বছর জুন থেকে লাল বলের ক্রিকেটে এবং জুলাই থেকে সাদা বলের ক্রিকেটে কার্যকর হবে এই নিয়ম।
কনকাশন সাব নিয়ম অনুযায়ী, মাঠে কোনো খেলোয়াড় মাথায় গুরুতর আঘাত পেয়ে উঠে গেলে তার পরিবর্তে নতুন একজন খেলোয়াড়কে নিতে পারবে দলগুলো। সেক্ষেত্রে আঘাত পাওয়া খেলোয়াড়ের হুবহু আরেকজনকে দলে নেওয়া যাবে। অর্থাৎ ব্যাটারের পরিবর্তে ব্যাটার, বোলারের পরিবর্তে বোলার এবং অলরাউন্ডারের পরিবর্তে অলরাউন্ডারকে দলে নেওয়া যাবে।
তবে চলতি বছর এই নিয়ম পুরোপুরি না মেনেই বদলি খেলোয়াড় নামিয়েছিল ভারত। বছরের শুরুর দিকে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে মাথায় আঘাত পেয়ে ছিটকে গিয়েছিলেন ব্যাটিং অলরাউন্ডার শিবম দুবে। তবে তার জায়গায় আরেকজন অলরাউন্ডারকে না নিয়ে হর্ষিত রানাকে দলে নেয় ভারত, যিনি একজন পেসার। যা নিয়ে পরবর্তীতে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে।
আরও পড়ুন :
» ফারুকের বিদায়ে যা বললেন সাবেক কোচ হাথুরুসিংহে
» সিরিজ হারের পর আইসিসি থেকেও দুঃসংবাদ পেল বাংলাদেশ
তবে এ নিয়ে আইসিসি তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না দেখালো অবশেষে নিয়মে পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরুর আগেই পাঁচ খেলোয়াড়ের তালিকা ম্যাচ রেফারির কাছে দিতে হবে দলগুলোকে, যারা বদলি হিসেবে খেলতে পারবেন। এই তালিকায় একজন ব্যাটার, একজন উইকেটরক্ষক, একজন পেসার, একজন স্পিনার ও একজন অলরাউন্ডারকে রাখা যাবে। তবে তালিকার বাইরে থাকা কোনো ক্রিকেটারকে বদলি হিসেবে খেলানো যাবে না।
কিন্তু বদলি খেলোয়াড়ও যদি মাথায় আঘাত পান তখন কি হবে? সেক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন ম্যাচ রেফারি। তিনি চাইলে তালিকার বাইরে থেকেও তার মতোই অন্য একজনকে খেলার অনুমোদন দিতে পারবেন।
আগামী ১১ জুন লর্ডসে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তবে এই ম্যাচে নতুন নিয়ম কার্যকর হবে না। আগের নিয়মই বহাল থাকবে। এরপর ১৭ জুন থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার শুরু হতে যাওয়া গল টেস্ট দিয়ে নতুন নিয়ম কার্যকর হবে। এরপর জুলাইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে সাদা বলে কার্যকর হবে এই নিয়ম।
ক্রিফোস্পোর্টস/৩১মে২৫/বিটি
