Connect with us
ক্রিকেট

আইসিসির মার্শাল এখন বিসিবির, আজ আসছেন ঢাকায়

আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের সাবেক জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল। ছবি- ক্রিকইনফো

ক্রিকেটে ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিংয়ের মতো দুর্নীতিগুলো বিরুদ্ধে এক সময় আইসিসিতে কাজ করেছিলেন অ্যালেক্স মার্শাল। এবার তিনি কাজ করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবিতে। সেই দায়িত্ব বুঝে নিতে আজ ঢাকায় আসছেন আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের সাবেক ম্যানেজার মার্শাল।

বাংলাদেশের ক্রিকেটে দুর্নীতি অনেক পুরোনো রোগ। বিপিএলের গত মৌসুমেও স্পট ফিক্সিংয়ের সন্দেহজনক কয়েকটি ঘটনা ঘটেছে। বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট (আকু) বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে মার্শালকে।

মার্শাল আজ ঢাকায় আসবেন, কাজ শুরু করবেন আগামীকাল থেকে। গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন মিঠু। এর আগে গত ৯ আগস্ট মার্শালকে নিয়োগ দিয়েছিল বিসিবি।



যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে দীর্ঘদিন কাজ করেছেন মার্শাল। কলেজ অব পুলিশিংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে ২০১৭ সালে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার পদে যোগ দেন। আইন প্রয়োগ ও অপরাধ দমন বিষয়ে তার অভিজ্ঞতা ক্রিকেট প্রশাসনে নতুন মাত্রা যোগ করে।

আইসিসির এন্টি করাপশন ইউনিট মূলত চারটি স্তম্ভের ওপর কাজ করে। প্রতিরোধ, বিঘ্ন সৃষ্টি, তদন্ত এবং শাস্তি প্রদান। মার্শালের নেতৃত্বে এই ইউনিট কেবল বড় টুর্নামেন্ট নয়, গ্রাসরুট পর্যায়ের ক্রিকেটেও নজরদারি বৃদ্ধি করেছে।

ক্রিফোস্পোর্টস/১৮আগস্ট২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট