টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে চলমান বিতর্কে নতুন করে মন্তব্য করেছেন প্রখ্যাত ভারতীয় সাংবাদিক শারদা উগরা। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল মূলত ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাবেই পরিচালিত হচ্ছে। সরাসরি তিনি বলেছেন, আইসিসি যেন বিসিসিআইয়ের ‘দুবাই শাখা’।
বাংলাদেশ নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে ম্যাচ না খেলার জন্য আইসিসির কাছে অনুরোধ করেছিল। সেই আবেদন নাকচ করে আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশকে ২০২৬ আসর থেকে বাদ দেয়। তাদের জায়গায় সুযোগ পায় স্কটল্যান্ড। সিদ্ধান্তটি প্রকাশ্যে আসার পর থেকেই ক্রিকেট অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। বিষয়টি রাজনৈতিক মাত্রাও পেয়েছে, কারণ পাকিস্তানও বিশ্বকাপ বর্জনের সম্ভাবনা বিবেচনা করে দেখছে।
এই প্রেক্ষাপটে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার -কে দেওয়া সাক্ষাৎকারে শারদা উগরা বলেন, এখন অনেকের মধ্যেই এই ধারণা তৈরি হয়েছে যে আইসিসি স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয় না। তার বক্তব্য, সবাই জানে আইসিসি আসলে বিসিসিআইয়ের দুবাই অফিস ছাড়া কিছু নয়। বিসিসিআই যা চায়, আইসিসি সেভাবেই চলে। তাদের এক্সিকিউটিভ বোর্ডের অবস্থানও আমরা দেখেছি। তাই এই সিদ্ধান্তে আমি বিস্মিত হইনি।
উগরার মন্তব্য নতুন নয়, তবে বিশ্বকাপ ইস্যুতে তা আবারও সামনে এলো। দীর্ঘদিন ধরেই আইসিসির আর্থিক কাঠামোয় ভারতের প্রভাব নিয়ে আলোচনা রয়েছে। সম্প্রচার স্বত্ব, বাণিজ্যিক আয় ও বৈশ্বিক বাজার সব ক্ষেত্রেই বিসিসিআইয়ের শক্ত অবস্থান সংস্থাটির নীতিনির্ধারণে প্রভাব ফেলছে কি না, সেটিই এখন বিতর্কের কেন্দ্রে।
অন্যদিকে পাকিস্তান সরকার চূড়ান্ত অনুমোদন দিলে তবেই দল বিশ্বকাপে অংশ নেবে এমন ইঙ্গিত দিয়েছেন পিসিবি কর্মকর্তারা। সেই সিদ্ধান্তের জন্য অন্তত আগামী সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। পাকিস্তান সরে দাঁড়ালে টুর্নামেন্ট কাঠামো নতুন করে ভাবতে হতে পারে।
সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগেই মাঠের বাইরের ঘটনাপ্রবাহই বেশি আলোচিত। আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, অংশগ্রহণকারী দেশের রাজনৈতিক অবস্থান এবং আঞ্চলিক টানাপোড়েন সবকিছু মিলে এবারের আসর শুরু হওয়ার আগেই চাপে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
ক্রিফোস্পোর্টস/২৭জানুয়ারি২৬/টিএ
