আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকবাজের প্রতিবেদন মতে, আজ (শনিবার) আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তার অবসান ঘটাল আইসিসি।
আইসিসি সূত্রমতে, কয়েক দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছিল আইসিসি। নির্ধারিত সময়ের মধ্যে বিসিবির অবস্থান পরিবর্তন না হওয়ায় আজ সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানান, বাংলাদেশের কিছু দাবি আইসিসির নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
চিঠিতে বলা হয়, বিসিবি আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মেনে চলেনি এবং এই পরিস্থিতিতে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া বিকল্প ছিল না। সেই অনুযায়ী স্কটল্যান্ডকে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। চিঠির অনুলিপি বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছেও পাঠানো হয়েছে।
বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে জায়গা পাবে। তারা খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। তিন ম্যাচই হবে কলকাতায়। তারপর মুম্বাইয়ে তারা শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। বাংলাদেশকে বাদ দেওয়ার চিঠির সঙ্গে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে আলাদা চিঠি পাঠিয়েছে আইসিসি। যদিও ক্রিকবাজের প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শনিবার সকাল থেকেই দুবাই ও এডিনবরার মধ্যে যোগাযোগ শুরু হয়।
গতকাল (শুক্রবার) দুবাইয়ে আইসিসি বৈঠক করে। সেখানেই আইসিসির চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ নির্ধারণ করেন। তার আগে ভেন্যু পরিবর্তনের শেষ চেষ্টা হিসেবে বাংলাদেশের বোর্ড আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) দ্বারস্থ হয়। কিন্তু ওই কমিটি তাদের আপিল খারিজ করে দেয়। আইসিসির সিদ্ধান্তই বহাল থাকে।
বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে জায়গা দেওয়া হয়েছে সাম্প্রতিক আইসিসি টুর্নামেন্টগুলোতে তাদের পারফরম্যান্স বিবেচনায়। ২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে তারা ‘বি’ গ্রুপে ইংল্যান্ডের সমান পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে পড়ে তৃতীয় হয়। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজকে হারালেও শেষ পর্যন্ত সুপার টুয়েলভে উঠতে পারেনি। আর ২০২১ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশকে হারিয়ে শীর্ষে থেকে সুপার টুয়েলভে জায়গা করে নেয় স্কটল্যান্ড।
ক্রিফোস্পোর্টস/২৪জানুয়ারি২৬/এআই
