
শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। লঙ্কানদের মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ থাকলেও, শেষ ম্যাচে বড় ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছে সফরকারীরা। তবে ব্যর্থ এই সিরিজে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন বেশ কয়েকজন ক্রিকেটার। সেটার প্রভাব পড়েছে তাদের আইসিসি র্যাঙ্কিংয়েও।
আজ বুধবার (৯ জুলাই) সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে ওয়ানডে ব্যাটারদের তালিকায় সুখবর পেয়েছেন জাকের আলী, তানজিদ তামিম ও তাওহীদ হৃদয়। আর বোলারদের তালিকায় সুখবর পেয়েছেন তানজিম হাসান সাকিব ও তাওহীদ হৃদয়।
ব্যাটারদের তালিকায় লম্বা লাফ ফিয়েছেন জাকের আলী। ৩২ ধাপ এগিয়ে ৫৯ নম্বরে উঠে এসেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। সবশেষ ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ৩ ইনিংসে এক ফিফটিসহ ১০২ রান করেন জাকের।
আরও পড়ুন:
» টেস্ট র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে হ্যারি ব্রুক, গিলের ক্যারিয়ার সেরা উত্থান
» টি-টোয়েন্টি সিরিজের আগে ছিটকে গেলেন লঙ্কান তারকা
দ্বিতীয় সর্বোচ্চ ১৯ ধাপ এগিয়েছেন তানজিদ তামিম। সৌম্য সরকারের সঙ্গে যৌথভাবে ৮৫ নম্বরে অবস্থান করছেন এই ওপেনার। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ইনিংসে এক ফিফটিসহ ৮৬ রান করেন তিনি। এছাড়া ৭ ধাপ এগিয়ে ৫১ নম্বরে উঠে এসেছেন তাওহীদ হৃদয়। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ইনিংসে দুই ফিফটিসহ ১০৩ রান করেন এই মিডল অর্ডার ব্যাটার।

হৃদয়-জাকের দুইজনেই উন্নতি করেছেন। ছবি- সংগৃহীত
তবে ব্যাটারদের মধ্যে পিছিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশিদের মধ্যে ওয়ানডেতে সবার ওপরে থাকা এই ব্যাটার ৬ ধাপ পিছিয়ে ৩৪ নম্বরে নেমে গেছেন। ৫ ধাপ পিছিয়ে ৭২ নম্বরে নেমে গেছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ৮ ধাপ পিছিয়ে ৭৮ নম্বরে অবস্থান করছেন লিটন দাস। এছাড়া সৌম্য সরকার ৭ ধাপ পিছিয়েছেন।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ২ ধাপ উন্নতি করেছেন তাসকিন আহমেদ। বর্তমানে ২৪ নম্বরে অবস্থান করছেন তিনি। বাংলাদেশিদের মধ্যে এটাই সেরা অবস্থান। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেই পুরোনো রূপ দেখান তাসকিন। দুই ইনিংসে শিকার করেন ৬ উইকেট।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন তানজিম হাসান সাকিব। ১৮ ধাপ এগিয়ে ৯২ নম্বরে উঠে এসেছেন এই পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ওয়ানডেতে ৬ উইকেট শিকার করেন এই তরুণ।
তবে বোলারদের র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে মিরাজের। একধাপ পিছিয়ে ২৯ নম্বরে নেমে গেছেন টাইগার দলপতি। তবে বড় অবনতি হয়েছে মুস্তাফিজুর রহমানের। ১১ ধাপ পিছিয়ে ৪৬ নম্বরে নেমে গেছেন কাটার মাস্টার। এছাড়া শরিফুল ইসলাম ৫ ধাপ পিছিয়ে ৫০ এবং নাসুম আহমেদ ১১ ধাপ পিছিয়ে ৮২ নম্বরে অবস্থান করছেন।
ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৫/বিটি
