বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ ভেন্যু নিয়ে অনিশ্চয়তা কাটাতে ঢাকায় আসতে পারে আইসিসির প্রতিনিধি দল। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অনিচ্ছার কথা ইতোমধ্যেই আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এমন প্রেক্ষাপটে সরাসরি আলোচনার জন্য আইসিসির একটি টিম বাংলাদেশ সফরে আসার সম্ভাবনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপে আসিফ নজরুল বলেন, বিসিবি সভাপতির কাছ থেকে তিনি সর্বশেষ যে তথ্য পেয়েছেন, তাতে আইসিসির একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসে কথা বলতে পারে। তাঁর মতে, “আমাকে আমিনুল ইসলাম বুলবুল সাহেব জানিয়েছেন, আইসিসির একটা টিম হয়তো আসছে বাংলাদেশে আলোচনার জন্য।”
বিশ্বকাপ আয়োজন ও খেলার প্রশ্নে বাংলাদেশের অবস্থান যে একেবারেই পরিষ্কার, সেটিও জানান ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, এই জায়গা থেকে সরে আসার কোনো সুযোগ নেই। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায় এবং সেটি দেশের মাটিতেই আয়োজন করতে চায়। তাঁর মতে, এটি অসম্ভব কোনো বিষয় নয় এবং সরকারও সে বিশ্বাসেই অটল।
এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে তৈরি হওয়া অস্বস্তিকর পরিস্থিতি নিয়েও কথা বলেন আসিফ নজরুল। মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক এবং বিসিবির এক পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একজন ক্রিকেট ভক্ত হিসেবে ওই বক্তব্য তাঁর কাছে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন মনে হয়েছে।
আসিফ নজরুলের মতে, বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে প্রকাশ্যে অপমানজনক মন্তব্য করা দেশের জন্য ভালো বার্তা দেয় না। এমন সময় দেশের ভাবমূর্তি ও সম্মানের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ক্রীড়া উপদেষ্টা বলেন, ক্রিকেট বোর্ড, ক্রিকেটার এবং সমর্থক সবাই মিলে বিশ্বকে দেখাতে হবে যে বাংলাদেশ এই বিষয়ে একসঙ্গে আছে।
তিনি আরও জানান, বিষয়টি বিসিবির অভ্যন্তরীণ হলেও দায়িত্বশীল অবস্থান থেকে এমন মন্তব্য খুবই দুঃখজনক। বিসিবি এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৬/টিএ
